ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

গোদাগাড়ীতে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে আহত ৭

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০১৬
গোদাগাড়ীতে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে আহত ৭

রাজশাহী: রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় বাস ও ট্রাক মুখোমুখি সংঘর্ষে বাস চালকসহ সাতজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (০৪ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার অভয়ের মোড়ে এ দুর্ঘটনা ঘটে।



রাজশাহীর গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম ফরহাদ হোসেন খান বাংলানিউজকে এ তথ্য জানান।

আহতদের মধ্যে চারজনকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তারা হলেন টুটুল হোসেন (৩৪), আয়নাল হোসেন (৬০), জুয়েল (৩৫) ও বাসচালক নাহিদ (৩৫)। বাকি তিনজনকে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে। তবে প্রাথমিকভাবে তাদের নাম জানা যায়নি।

পুলিশ ও স্থানীয়রা জানায়, যাত্রীবাহী বাসটি রাজশাহী থেকে চাঁপাইনবাবগঞ্জের দিকে যাচ্ছিলো। বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ওই দুর্ঘটনা ঘটে।

বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০১৬
এসএস/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।