ঢাকা: রাজধানী ঢাকা এবং বন্দর নগরী চট্রগ্রামে সিএনজি চালিত অটোরিক্সার অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে আবারও চলছে বিআরটিএ’র অভিযান। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অভিযুক্ত সিএনজি অটোরিক্সা ও চালকদের বিরুদ্ধে জরিমানা আদায় করছে বিআরটিএ।
একই সঙ্গে এ কার্যক্রম সরাসরি রাস্তায় থেকে মনিটরিং করছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
তিনি জানান, ঢাকা এবং চট্টগ্রামে চলমান ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।
বৃহস্পতিবার আগারগাঁয়ে বিআরটিএ’র ভ্রাম্যমাণ আদলত পরিদর্শন করেন তিনি। এর আগের দিন সংসদ ভবন সড়কে এ অভিযানে উপস্থিত ছিলেন মন্ত্রী।
শুক্র ও শনিবার বিরতি দিয়ে রোববারও ফের অভিযানে রাজধানীর সড়কে দেখা যাবে মন্ত্রীকে।
বিআরটিএ জানায়, জানুয়ারি মাসে অভিযান চালিয়ে বিভিন্ন যানবাহনের বিরুদ্ধে ১ হাজার ২০৫টি মামলা করা হয়েছে।
এছাড়া দুইশ’ ৮৮ টি যানবাহন ডাম্পিং করা ছাড়াও ৯০ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়েছে।
বাংলাদেশ সময়: ১৭৪৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০১৬
এসও/আরআই