ঢাকা: বাংলাদেশ থেকে আরও দক্ষ ও বিশেষজ্ঞ জনবল নিতে আগ্রহ প্রকাশ করেছে কাতার।
জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর বাসভবনে সাক্ষাৎ করে বৃহস্পতিবার (০৪ ফেব্রুয়ারি) বিকেলে বাংলাদেশে নিযুক্ত কাতারের রাষ্ট্রদূত আহমেদ মোহামেদ এন.এম.আল-দিহাইমি এই আগ্রহের কথা জানান।
বাংলাদেশের সঙ্গে কাতারের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করে কাতারের রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশ কাতারের উন্নয়নের অংশীদার। বাংলাদেশি শ্রমিকরা কাতারের জনগণের সঙ্গে মিলেমিশে সৌহার্দপূর্ণ পরিবেশে কাজ করছে। তাই এদেশ থেকে আরও জনবল নেওয়া হবে।
এসময় তিনি কাতারে কর্মরত বাংলাদেশি শ্রমিকদের সততা ও কর্মদক্ষতার প্রশংসা করেন।
সাক্ষাতকালে দক্ষ জনবল সৃষ্টিতে কাতারের অর্থায়নে বাংলাদেশে নার্সিং ইনস্টিটিউটসহ সম্ভাব্য অন্যান্য প্রতিষ্ঠান গড়ে তোলার আহবান জানান স্পিকার। একইসঙ্গে বাংলাদেশ থেকে সিরামিকস, ফার্মাসিউটিক্যাল, চামড়াসহ অন্যান্য পণ্য আমদানি করার উদ্যোগ নিতে রাষ্ট্রদূতের প্রতি আহ্বান জানান।
তিনি বলেন, ইতোমধ্যে বাংলাদেশ থেকে কাতারে প্রক্রিয়াজাত খাদ্য সামগ্রী, কৃষিপণ্য, চা, সবজি ইত্যাদি রপ্তানি করা হচ্ছে।
কাতারের অর্থায়নে এক হাজার মেগাওয়াট বিদ্যুৎ প্ল্যান্ট ও পানি শোধনাগার তৈরিতে সম্পাদিত চুক্তিসহ বিভিন্ন সহযোগিতার কথা উল্লেখ করে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর আধুনিয়কায়নে কাতার সরকারের সহযোগিতা কামনা করেন শিরীন শারমিন চৌধুরী।
বাংলাদেশ সময়: ১৮৪২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০১৬
এসএম/এটি