ঢাকা: বাংলাদেশ থেকে শ্রমিক নিয়োগ অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছেন কাতারের প্রধানমন্ত্রী আব্দুলাহ্ বিন নাসের বিন খলিফা আল থানি।
দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক সৌজন্য সাক্ষাতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি’র কাছে এ বিষয়ে সর্বাত্মক প্রচেষ্টা নেওয়া হবে বলে জানান তিনি।
বৃহস্পতিবার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে এসব তথ্য জানানো হয়।
এর আগে বুধবার (০৩ ফেব্রুয়ারি) দেশটির প্রশাসনিক উন্নয়ন ও শ্রম সমাজ বিষয়ক মন্ত্রী ড. ইসা আল-জাফালি আল-নুয়াইমি প্রবাসী কল্যাণ মন্ত্রীর সঙ্গে
দ্বিপাক্ষিক বৈঠকে আগামী ২ বছরে ৩ লক্ষাধিক কর্মী নেওয়ার বিষয়ে একমত হন।
এ লক্ষ্যে আগামী মার্চের ১ম সপ্তাহে ঢাকায় জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
এদিকে কাতারের প্রধানমন্ত্রীকে শেখ হাসিনার শুভেচ্ছা বার্তা জানিয়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী।
বৈঠকে কাতার প্রধানমন্ত্রীর বাংলাদেশ সফর এবং উভয় পক্ষের মধ্যে বাংলাদেশিদের কর্মসংস্থান বৃদ্ধি ও প্রশিক্ষণ বিষয়ে কারিগরি পর্যায়ে আলোচনা শুরুর বিষয়ে সিদ্ধান্ত হয় দুই পক্ষে।
প্রসঙ্গত, ২০১৫ সালে কাতারে গেছেন ১ লাখ ২৩ হাজার কর্মী। যা গত কয়েক বছরের সর্বোচ্চ। কাতারের প্রধানমন্ত্রী আব্দুলাহ্ বিন নাসের বাংলাদেশি কর্মীদের দক্ষতা ও কাজের আন্তরিকতার প্রশংসা করে বাংলাদেশি কর্মী নিয়োগের এই ধারা আগামীতে অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন।
সাক্ষাৎকালে বাংলাদেশের পক্ষে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক গাজী মোহাম্মদ জুলহাস, কাতারে বাংলাদেশের রাষ্ট্রদূত আসুদ আহমেদ ও প্রবাসী কল্যাণ মন্ত্রীর একান্ত সচিব মু. মোহসিন চৌধুরীসহ কাতারের প্রশাসনিক উন্নয়ন ও শ্রম সমাজ বিষয়ক মন্ত্রী ড. ইসা আল-জাফালি আল-নুয়াইমি উপস্থিত ছিলেন।
বর্তমানে কাতারে বেশিরভাগে বাংলাদেশি কর্মীরা নির্মাণ শ্রমিক ও পরিচ্ছন্নতা কাজ নিয়োজিত। তবে কাতারের প্রশাসনিক উন্নয়ন ও শ্রম সমাজ বিষয়ক মন্ত্রী বিক্রয়কর্মী, নার্স, ডাক্তার, প্রকৌশলী ও অফিস কর্মচারী ইত্যাদি পেশায় লোক নেওয়ার বিষয়ে আগ্রহ প্রকাশ করেন।
উল্লেখ্য, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি ৩ দিনের এক সরকারি সফরে বর্তমানে কাতারে অবস্থান করছেন। আগামী শনিবার (৬ ফেব্রুয়ারি) তার দেশে ফেরার কথা রয়েছে।
বাংলাদেশ সময়: ১৮৫৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০১৬
জেপি/আরআই