সাভার: ঢাকার সাভারে অবৈধ গ্যাস সংযোগের খবর সংগ্রহ করতে গিয়ে জড়িত চক্রের ক্যাডারদের হাতে মারধরের শিকার হয়েছেন বাংলানিউজের করেসপন্ডেন্ট সৈয়দ হাসিবুন নবীসহ ছয় সাংবাদিক।
বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে সাভারের আমিনবাজারের চানপুর এলাকায় অবৈধ গ্যাস সংযোগের খবর জেনে তথ্য সংগ্রহে গেলে তাদের ওপর এ হামলা হয়।
আহতদের মধ্যে মাই টিভির সাভার প্রতিনিধি মহিবুল আলম রানা ছাড়াও রয়েছেন কাজী রেজাউল করিম, সিরাজুল ইসলাম, ইব্রাহীম হোসেন ও মুস্তাকিম দেওয়ান। এরা স্থানীয় বিভিন্ন সংবাদমাধ্যমের কর্মী।
হামলাকারীরা সাংবাদিকদের সঙ্গে থাকা ল্যাপটপ, হ্যান্ডি ক্যামেরা, ডিএসএলআর ক্যামেরা ও স্মার্টফোন ছিনিয়ে নেয়। একটি ক্যামেরা ও স্মার্টফোন ভেঙেও ফেলে।
হাসিবুন নবী জানান, হামলাকারীরা তার সঙ্গে থাকা ব্যাগ ছিনিয়ে নিয়ে নদীতে ছুঁড়ে মারে। ব্যাগে ব্যাংকের এটিএম কার্ডসহ প্রয়োজনীয় সামগ্রী ছিল।
তিনি জানান, তারা ছয় সাংবাদিক অবৈধ গ্যাস সংযোগের কথা জেনে বিকেলে সেখানে যান। গ্যাস সংযোগের কার্যক্রম তারা সচক্ষে দেখতে পান। দ্রুত ছবি ও ভিডিও নেওয়া শুরু করলে সংযোগের কাজে থাকা কয়েকজন পালিয়ে যায়।
কিন্তু পরমুহূর্তে সংগঠিত হয়ে বেশ কয়েকজন ক্যাডার সাংবাদিকদের ওপর হামলা চালায়। বেধড়ক পেটাতে থাকে তাদের। তারা বেশি মারধর করে রানা, ইব্রাহীম, মুস্তাকিম ও নবীকে।
ব্যাগ দিতে না চাওয়ায় তাকে প্রাণনাশের হুমকিও দেওয়া হয় জানিয়ে নবী বলেন, তারা ইট দিয়ে আমার ডান হাত, ডান পা ও ঘাড়ে সজোরে আঘাত করে।
এক পর্যায়ে সাংবাদিকরা দৌঁড়ে চানপুর থেকে সাভার পৌরসভার বাস স্ট্যান্ডে চলে আসেন। সেখান থেকে সকলেই সাংবাদিক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন।
হাসিবুন নবী জানান, প্রত্যেকেই চিকিৎসা নিচ্ছেন হাসপাতালে। তারা এ বিষয়ে সাভার থানা পুলিশের সঙ্গে যোগাযোগ করেছেন। হামলার ঘটনায় মামলাও করবেন তারা।
সাংবাদিকরা মনে করছেন, স্থানীয় প্রভাবশালী এক নেতার ছত্রছায়ায় চানপুরে অবৈধ গ্যাস সংযোগের মহোৎসব চলছে। তার মদতেই এই হামলা চালিয়েছে চক্রটি।
বাংলাদেশ সময়: ১৮১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০১৬/আপডেট ১৯৩৭ ঘণ্টা
এসএইচএন/এইচএ