ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

গাজীপুরে যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২৫

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০১৬
গাজীপুরে যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২৫

গাজীপুর: গাজীপুরের কালিয়াকৈর-নবীনগর সড়কে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে অন্তত ২৫ যাত্রী আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সড়কের চক্রবর্তী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহতদের বেশিরভাগই পোশাক কারখানার শ্রমিক।

জয়দেবপুর থানার চক্রবর্তী পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. সাইফুল ইসলাম বিষয়টি বাংলানিউজকে জানান।

তিনি বলেন, সন্ধ্যায় নবীনগর থেকে গাজীপুরগামী পলাশ পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে অন্তত ২৫ যাত্রী আহত হন। তৎক্ষণাৎ পুলিশ ও স্থানীয়রা তাদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতাল ও ক্লিনিকে পাঠান।

দুর্ঘটনায় কারও প্রাণহানির খবর পাওয়া যায়নি বলেও জানান সাইফুল ইসলাম।

বাংলাদেশ সময়: ১৯২৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০১৬
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।