গাজীপুর: গাজীপুরে একটি পোশাক কারখানার শ্রমিকের বেতনের ৪০ লাখ ৩৮ হাজার টাকা গুলি করে ছিনতাই করেছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার (০৪ ফেব্রুয়ারি) দুপুরে গাজীপুর সিটি করপোরেশনের টঙ্গী মিলগেট এলাকায় এ ঘটনা ঘটেছে।
ওই কারখানার নির্বাহী পরিচালক মো. মনির হোসেন জানান, তিনিসহ আরও পাঁচজন কর্মকর্তা ঢাকার উত্তরা শাখার আইএফআইসি ব্যাংক থেকে ৪০ লাখ টাকা ওঠান এবং তাদের কাছে আরও ৩৮ হাজার টাকা ছিলো। ওই টাকা নিয়ে তারা গাজীপুর সিটি করপোরেশনের বড়বাড়ি এলাকার ওয়াল্টজ ফ্যাশন লিমিটেড সোয়েটার কারখানায় যাচ্ছিলেন।
যাওয়ার পথে দুপুর ১টার দিকে মাইক্রোবাস যোগে টঙ্গীর মিলগেট এলাকায় পৌঁছালে ট্রাফিক সিগন্যালে যাত্রাবিরতি হয়। এসময় তিনটি মোটরসাইকেল নিয়ে হেলমেট পরা ছয়জন দুর্বৃত্ত লাঠি দিয়ে গাড়ির গ্লাস ভেঙে টাকার ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। পরে তারা বাধা দিলে পরপর পাঁচ রাউন্ড ফাঁকা গুলি করে টাকার ব্যাগটি ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।
তিনি আরও জানান, টাকাগুলো ওই কারখানার ৬শ ২৫ জন শ্রমিকের বেতন দেওয়ার জন্য ব্যাংক থেকে তোলা হয়েছিলো।
শিল্পপুলিশের ইন্সপেক্টর জাহাঙ্গীর আলম জানান, এক লাখ টাকা ব্যাংক থেকে উঠিয়ে আনা-নেওয়ার ক্ষেত্রে আমরা সহযোগিতা দিয়ে থাকি। কিন্তু তারা ব্যাংক থেকে ৪০ লাখ টাকা তুলে আনার সময় শিল্পপুলিশ ও থানার কাউকে জানাননি। এতে কারখানা কতৃপক্ষের অবহেলা রয়েছে। তবু আমরা টাকা উদ্ধার ও দুর্বৃত্তদের ধরতে চেষ্টা করছি।
টঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ তালুকদার জানান, দুর্বৃত্তদের ধরতে পুলিশের অভিযান চলছে।
বাংলাদেশ সময়: ১৯৪৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০১৬
এসএস