ঢাকা: সিএনজিচালিত অটোরিকশার অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ১৩ জনকে কারাদণ্ড ও ৩৩টি মামলা দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। এছাড়া ২১টি গাড়ি ডাম্পিংয়ে পাঠানো হয়েছে ও জরিমানা আদায় করা হয়েছে ছয় হাজার ৮শ টাকা।
বৃহস্পতিবার (০৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টায় বিআরটিএ’র এনফোর্সমেন্ট পরিচালক বিনয় ভূষণ বাংলানিউজকে বিষয়টি জানান।
রাজধানীর আগারগাঁওয়ে দু’টি ভ্রাম্যমাণ আদালত বসিয়ে অভিযান পরিচালনা করা হয়।
বিআরটিএ সূত্র জানায়, এখন থেকে প্রতিদিন রাজধানীর গুরুত্বপূর্ণ মোড়গুলোতে ভ্রাম্যমাণ আদালত বসবে। দু’জন নির্বাহী ম্যাজিস্ট্রেট চট্রগ্রামে অভিযানে থাকায় এখন পর্যন্ত ঢাকায় দু’টি আদালত বসানো হচ্ছে। আগামী রোববার (০৭ ফেব্রুয়ারি) থেকে একাধিক স্থানে ভ্রাম্যমাণ আদালত বসবে।
সেদিন সরেজমিনে অভিযান পরিচালনা তদারকিতে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী থাকবেন।
আরও জানা গেছে, গত জানুয়ারি মাসের অভিযানে বিভিন্ন যানবাহনের বিরুদ্ধে এক হাজার ২০৫টি মামলা করা হয়েছে। এছাড়া ২শ ৮৮টি যানবাহন ডাম্পিং করা ছাড়াও ৯০ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।
বাংলাদেশ সময়: ২০৩৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০১৬
এসএ/এসএস