রাজশাহী: রাজশাহী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বৃহস্পতিবার (০৪ ফেব্রুয়ারি) বিকেলে বিভাগীয় কমিশনারের কার্যালয়ের উদ্যোগে 'জনবান্ধব ভূমি অফিস' বিষয়ে সোশ্যাল মিডিয়া সংলাপ অনুষ্ঠিত হয়।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে এই সোশ্যাল মিডিয়া সংলাপ পরিচালনা করেন।
সোশ্যাল মিডিয়া সংলাপে মন্ত্রিপরিষদ বিভাগ, ভূমি মন্ত্রণালয়, ভূমি সংস্কার বোর্ড, ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর, ভূমি আপিল বোর্ড যুক্ত হন। এতে বক্তব্য রাখেন- রাজশাহী বিভাগীয় কমিশনার হেলালু্দ্দীন আহমদ, অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মাদ মুনিরজ্জামান, জেলা প্রশাসক কাজী আশরাফ উদ্দীন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আতাউল গণি, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক ড. মোহাম্মদ আব্দুল খালেক খান, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি শাহীন আকতার রনী।
এছাড়া সোশ্যাল মিডিয়া সংলাপে রাজশাহী বিভাগের সকল অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), সকল সহকারী কমিশনার (ভূমি), নির্বাচিত উপজেলা নির্বাহী কর্মকর্তা, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, নাগরিক সংশ্লিষ্ট সেবাগ্রহীতা, ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা, সাংবাদিক, জনপ্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। জনবান্ধব ভূমি অফিস গড়ে তুলতে এ সময় উপস্থিত সকলের বিভিন্ন মতামত গ্রহণ করা হয়।
বাংলাদেশ সময়: ২১৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০১৬
এসএস/আরআই