ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

হাসপাতালের বিছানা নয়, তাজুর জায়গা হলো মর্গে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০১৬
হাসপাতালের বিছানা নয়, তাজুর জায়গা হলো মর্গে ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: নীল রঙের সোয়েটার গায়ে জড়িয়ে একাই ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আসেন তাজু। বয়স ৭৫ বছর।

নাম এবং বয়স  জানা যায়, জরুরি বিভাগ থেকে নেওয়া টিকিট থেকে।

বৃহস্পতিবার (০৪ ফেব্রুয়ারি) তিনি হাসপাতালে আসেন ভর্তি হবেন বলে। হাসপাতালের নতুন ভবনে পৌঁছাতেই অসুস্থ হয়ে পড়েন তাজু।

নতুন ভবনে দায়িত্বরত আনসার সদস্যরা জানান, টিকিট হাতে ওই বৃদ্ধ এসেই প্রথমে মাটিতে বসে পড়েন। এরপর সেখানেই লুটিয়ে পড়েন।

তত্ত্বাবধায়ক চিকিৎসক তাকে ইসিজি পরীক্ষা করানোর পরামর্শ দিয়েছিলেন। ধারণা করা হচ্ছে, তিনি হৃদরোগে আক্রান্ত থাকতে পারেন।

বৃদ্ধ তাজু মাটিতে লুটিয়ে পড়ার পরেই আনসার সদস্যরা জরুরি বিভাগের খবর দেয়। জরুরি বিভাগের সর্দার স্বপন খবর পেয়েই ট্রলিতে তুলে তাজুকে নিয়ে যায় চিকিৎসকের কাছে। ততক্ষণে হাত-পা ঠাণ্ডা হতে শুরু করেছে তার।

জরুরি বিভাগে কর্তব্যরত মেডিকেল অফিসার আমজাদ তাকে মৃত ঘোষণা করেন।

মৃত্যুর সময় টিকিটটা তাজুর হাতেই ছিলো।

এ প্রসঙ্গে মেডিকেল পুলিশ ক্যাম্পের দায়িত্বরত কর্মকর্তা উপ-পরিদর্শক (এএসআই) সেন্টু চন্দ্র দাশ জানান, নিহত ব্যক্তির মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। তার পরিচয় সনাক্ত করে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

বাংলাদেশ সময়: ২২০৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০১৬
এজেডএস/এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।