ফেনী: ফেনী ছাগলনাইয়া উপজেলার উত্তর কুহুমা গ্রামের স্কুলগামী ছাত্রীদের উত্ত্যক্তের দায়ে সাকিব (২২) নামে একজনকে ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত।
বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ম্যাজিস্ট্রেট কাজী শহীদুল ইসলাম এ রায় দেন।
দন্ডপ্রাপ্ত সাকিব ওই গ্রামের বেবি মজুমদারের ছেলে।
ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদ খাঁন চৌধুরী বাংলানিউকে জানান, বুধবার (০৩ ফেব্রুয়ারি) মধ্যরাতে তাকে বাড়ি থেকে আটক করে পুলিশ। ভ্রাম্যমান আদালতে দোষ স্বীকার করায় বৃহস্পতিবার বিকালে তাকে এ সাজা দেওয়া হয়।
এদিকে স্থানীয়রা জানান, সাকিব ও তার বন্ধুরা উত্তর কুহুমা উচ্চ বিদ্যালয়ের ছাত্রীদের আসা যাওয়ার পথে দীর্ঘদিন ধরে উত্যক্ত করে আসছিল। এনিয়ে বিদ্যালয়ে দফায় দফায় বৈঠক ডেকে তাকে সাবধান করা হয়ছিল। কিন্ত সে এসব পাত্তা না দিয়ে আরও বেপরোয়া হয়ে ওঠে।
তারা আরও জানান, এক ছাত্রীর অভিভাবকের অভিযোগের প্রেক্ষিতে বিদ্যালয়ের প্রধান শিক্ষক তার বিরুদ্ধে ইউএনও বরাবর লিখিত অভিযোগ দায়ের করলে বুধবার তাকে আটক করে পুলিশ।
বাংলাদেশ সময়: ০২৪২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০১৬
আরএইচএস