ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বেনাপোলে অস্ত্র-ফেনসিডিল জব্দ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০১৬
বেনাপোলে অস্ত্র-ফেনসিডিল জব্দ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বেনাপোল (যশোর): যশোরের বেনাপোল সীমান্ত থেকে বিদেশি পিস্তল-গুলিসহ ফেনসিডিল জব্দ করেছে সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এ ঘটনায় কোনো পাচারকারীকে আটক করা করা সম্ভব হয়নি।



শুক্রবার (০৫ ফেব্রুয়ারি) ভোর ৬টার দিকে বেনাপোলের পুটখালী সীমান্তের বিপরীতে ভারতের ইছামতি নদীর তীর থেকে অবৈধ অনুপ্রবেশকারী একব্যক্তিকে ধাওয়া করে এগুলো জব্দ করা হয়।

বিজিবি সূত্র জানায়, সীমান্তে টহলের সময় একব্যক্তিকে ভারতের ইছামতি নদী পার হয়ে এপারে প্রবেশের চেষ্টা করতে দেখা যায়।

এ সময় বিজিবি সদস্যরা তাকে ধাওয়া করলে একটি স্কুল ব্যাগ ফেলে পালিয়ে যান তিনি। পরে ওই ব্যাগের মধ্য থেকে পিস্তল, গুলি ও ফেনসিডিল জব্দ করা হয়।

২১ ব্যাটালিয়নের পুটখালী ক্যাম্পের সুবেদার আহম্মদ হোসেন বাংলানিউজকে জানান, জব্দকৃত অস্ত্র, গুলি ও ফেনসিডিল পরবর্তীতে বেনাপোল পোর্ট থানায় জমা দেওয়া হবে।

বাংলাদেশ সময়: ০৯০৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০১৬
এএটি/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।