ঢাকা: মানসিক চেতনার পাশাপাশি মানুষের সাংস্কৃতিক উন্নয়ন প্রয়োজন বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।
শুক্রবার (০৫ ফেব্রুয়ারি) সকাল ১১টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির চিত্রশালায় ঢাকা আর্ট সামিটের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি আবুল মাল আবদুল মুহিত বলেন, অর্থনৈতিক সমৃদ্ধির পাশাপাশি সংস্কৃতির মিশেল থাকতে হয়। সেজন্য মানসিক চেতনার পাশাপাশি সাংস্কৃতিক উন্নয়ন প্রয়োজন।
‘পৃথিবীর দেশে দেশেই সাংস্কৃতিক চেতনায় এ ধরনের শিল্পচর্চায় বিস্তর আগ্রহ আছে। আমাদের দেশেও এ আগ্রহটা উচ্চমানে রয়েছে। সেই আগ্রহটাকে যাতে আরও বিস্তৃত করা যায় সে চেষ্টা করে যাচ্ছি আমরা। ’
তিনি বলেন, বাংলাদেশের চিত্রশিল্প অনেক পুরানো। উপমহাদেশে মুঘল আর্টের কথা আমরা জানি, কিন্তু এরপরও দেখা যায় আধুনিক ধারায় শিল্পের সূচনা শুরু হয়েছিল মুঘল শাসনের পরপরই।
বিশেষ অতিথি সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর বলেন, পরস্পরের আদান-প্রদানে সংষ্কৃতি উন্নত হয়। পৃথিবীতে সবার সংস্কৃতির উত্তারাধিকারী আমরা। এখান থেকে বিদেশি শিল্পীরা যেমন উপকৃত হবেন তেমনি আমাদের শিল্পীরাও উপকৃত হবেন।
‘মুক্ত সংস্কৃতিমনা মানুষগুলোর ওপর যে আঘাত করা হচ্ছে সেই অপশক্তির বিরুদ্ধে লড়াইয়ের বড় শক্তি সংস্কৃতি। আর সেই লড়াইয়ে এ ধরনের আয়োজন দরকার।
বেসামরিক বিমান ও পযটনমন্ত্রী রাশেদ খান মেনন বলেন, পর্যটন সম্ভাবনাময় বাংলাদেশে ২০১৮ সালের মধ্যে তা দ্বিগুন ছাড়িয়ে যাবে। এ ধরনের আয়োজনের মধ্যদিয়ে পারস্পরিক যে সহযোগিতা গড়ে উটেছে তা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
তৃতীয়বারে মতো দক্ষিণ এশীয় শিল্পকলার সবচেয়ে বড় প্রদর্শনী নিয়ে চার দিনব্যাপী এ ঢাকা আর্ট সামিট-২০১৬ শুরু হয়েছে। যা চলবে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত।
চার দিনব্যাপী এ প্রতিযোগিতায় বাংলাদেশের ৭০জনের বেশি শিল্পী ছাড়াও বিশ্বের বিভিন্ন দেশের প্রায় ৬০০ শিল্পী অংশ নিচ্ছেন।
বিশ্বের নামকরা প্রায় ৮০টিরও বেশি প্রতিষ্ঠানের সহযোগিতায় অনুষ্ঠিত হচ্ছে এ সামিট।
প্রদর্শনীতে বাংলাদেশর ১৩জন শিল্পীর নিজস্ব আঁকা ছবি প্রদর্শিত হচ্ছে। তারা হচ্ছেন, আসিত মিত্র, আতিশ সাহা, ফারজানা আহমেদ উর্মি, গাজী নাফিস আহমেদ, পলাশ ভট্টাচার্য, রফিকুল শুভ, রাসেল চৌধুরী, রূপম রায়, সালমা আবেদীন প্রীতি, শামসুল আলম হেলাল, শিমুল সাহা, সুমন আহমেদ ও জিহান করিম।
প্রতিযোগিতা শেষে তাদের মধ্য থেকে একজনকে সামদানী আর্ট অ্যাওয়ার্ড তুলে দেওয়া হবে।
সবার জন্য উম্মুক্ত প্রদর্শনী প্রতিদিন সকাল ৯টায় শুরু হয়ে চলবে রাত ১০ টা পযন্ত।
অনুষ্ঠানে বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরিচালক লিয়াকত আলী লাকী, সামদানী আর্ট ফাউন্ডেশনের চেয়ারম্যান ও কো-ফাউন্ডার নাদিয়া সামদানী, ফাউন্ডেশনের কো-চেয়ারম্যান রাজিব সামদানী এবং গোল্ডেন হারভেস্টের চিফ অপারেটিং অফিসার জাকির ইবনে হাই প্রমুখ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১২৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫,২০১৬
এমআইকে/এমএ
** ঢাকা আর্ট সামিটের উদ্বোধন