ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বালিয়াডাঙ্গীতে কৃষকলীগ নেতাকে কুপিয়ে জখম

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০১৬
বালিয়াডাঙ্গীতে কৃষকলীগ নেতাকে কুপিয়ে জখম

ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে উপজেলা কৃষকলীগের সভাপতি আব্দুর রহিম চৌধুরীর বাড়িতে হামলা করেছে দুর্বৃত্তরা। এ সময় তারা রহিম চৌধুরী, তার স্ত্রী ও গৃহকর্মীকে কুপিয়ে জখম করে পালিয়ে যায়।



বৃহস্পতিবার (০৪ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে উপজেলার ভানোর ইউনিয়নের আলোকছিপি গ্রামে এ ঘটনা ঘটে।

রহিম চৌধুরী ও গৃহকর্মী বিমলকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ও রহিম চৌধুরীর স্ত্রী রাবেয়া খাতুনকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আলোকছিপি ইউনিয়নের চেয়ারম্যান অপূর্ব কুমার রায় বাংলানিউজকে জানান, গভীর রাতে দুই যুবক ধারালো অস্ত্র নিয়ে রহিম চৌধুরীর বাড়িতে প্রবেশ করেন। এ সময় রহিম চৌধুরী একজনকে চিনে ফেললে অপরজন এলোপাতারি কোপাতে শুরু করেন। এতে রহিম, তার স্ত্রী ও গৃহকর্মী বিমল আহত হন।

বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে এ ঘটনা ঘটতে পারে। দোষীদের শনাক্ত করে বিচারের আওতায় আনা হবে।

বাংলাদেশ সময়: ১২৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।