ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

নওগাঁয় একুশে পরিষদের মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০১৬
নওগাঁয় একুশে পরিষদের মানববন্ধন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নওগাঁ: সব শিক্ষা প্রতিষ্ঠানে শহীদ মিনার নির্মাণ ও রক্ষণাবেক্ষণ এবং শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় সংগীত গাওয়া বাধ্যতামূলক করার দাবিতে নওগাঁয় মানববন্ধন হয়েছে।

শুক্রবার (০৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টা থেকে শহরের মুক্তির মোড়ে শহীদ মিনারের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন করে স্থানীয় সংগঠন একুশে পরিষদ।



একুশে পরিষদের সভাপতি অ্যাডভোকেট আব্দুল বারির সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক এমএম রাসেল, জয়নাল আবেদীন মুকুল ও নাইস পারভীন প্রমুখ।

এতে বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

বাংলাদেশ সময়: ১৩২১ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০১৬
এএটি/এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।