তালা (সাতক্ষীরা) : সাতক্ষীরার তালা উপজেলার মাগুরা ইউনিয়নের মুচিদহা খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। এ লক্ষে প্রকল্প বাস্তবায়িত খালের পাশে খেলার মাঠে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শুক্রবার (৫ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মুস্তফা লূৎফুল্লাহ এ খাল খনন কাজের উদ্বোধন করেন।
তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহবুবুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন-তালা উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, জেলা মৎস্য কর্মকর্তা আব্দুল ওদুদ, তালা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. হাদিউজ্জামান, তালা শহীদ মুক্তি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোড়ল মহিবুল্লাহ।
এছাড়াও আওয়ামী লীগসহ ১৪ দলের নেতাকর্মীরা এসময় উপস্থিত ছিলেন।
বন্যা নিয়ন্ত্রণ ও সেচ প্রকল্প এলাকায় অন্যান্য জলাশয়ে সমন্বিত মৎস্য ও প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্প (৪র্থ পর্যায়) মৎস্য ও প্রাণিসম্পদ অধিদপ্তর প্রকল্পটি বাস্তবায়ন করছে।
বাংলাদেশ সময়: ১৫২৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০১৬
পিসি