ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বিরলে বিজিবির শীতবস্ত্র বিতরণ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০১৬
বিরলে বিজিবির শীতবস্ত্র বিতরণ ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

দিনাজপুর: দিনাজপুর বিরল উপজেলার সীমান্তবর্তী এলাকার শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি)ব্যাটালিয়নের রংপুর রেঞ্জের রিজিয়ন কমান্ডর ব্রিগেডিয়ার জেনারেল আনোয়ার শফিক এনডিসি। এর আগে তিনি বিরল স্থলবন্দর এলাকা পরিদর্শন করেন।



শুক্রবার (৫ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার ভাণ্ডারা ইউনিয়নে কিশোরীগঞ্জ সীমান্ত এলাকায় অবস্থিত বিরল স্থলবন্দর পরিদর্শন শেষে পাকুড়া উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে শীতবস্ত্র বিতরণ করেন।

বিজিবি দিনাজপুর ৪২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের আয়োজনে স্থলবন্দর পরিদর্শন ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, রংপুর রিজিয়ন ব্যুরো চিফ লে. কর্নেল তানভির আহমেদ জায়গীরদার, দিনাজপুর বিজিবি সেক্টর কমান্ডার কর্নেল মো. খালেকুজ্জামান, দিনাজপুর ৪২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আখতার ইকবাল, সহকারী পরিচালক (এডি) আবুল হাসেম প্রমুখ।

এসময় বিরল উপজেলার সীমান্ত এলাকার কয়েকশ’ পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

বাংলাদেশ সময়: ১৫৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০১৬
পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।