ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

রংতুলিতে স্বপ্নের বাংলাদেশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০১৬
রংতুলিতে স্বপ্নের বাংলাদেশ ছবি:বাদল / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: গণজাগরণ মঞ্চের তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে জাতীয় সংগীতের মধ্যদিয়ে দুই দিনব্যাপী শুরু হয়েছে নানা কর্মসূচি।

‘রংতুলিতে স্বপ্নের বাংলাদেশ’ শিরোনামে শুরুতেই শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।



শুক্রবার (০৫ ফেব্রুয়ারি) রাজধানীর শাহবাগে বেলা ৩টায় ‘নির্ভয় চিত্তে মুক্তির সংগ্রামে অবিরাম’ স্লোগানকে সামনে রেখে এসব কর্মসূচি শুরু হয়।

শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা শেষে অনুষ্ঠিত হবে 'জাগরণ যাত্রা' শীর্ষক র‍্যালি, এরপর থাকবে স্মৃতি চারণমূলক অনুষ্ঠান ‘স্মৃতিতে জাগরণ’ শিরোনামে আলোচনা সভা ও দিন শেষে থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান।

শিশুদের হাতে রংপেন্সিল, আর্ট পেপার তুলে দিয়ে চিত্রাংকন প্রতিযোগিতার উদ্বোধন করেন গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার।

রাজধানীর বিভিন্ন এলাকা ও শিক্ষা প্রতিষ্ঠান থেকে আসা শিশুরা এ প্রতিযোগিতায় অংশ নেয়।

শিশুরা রংতুলির আচড়ে জাতীয় পতাকা, শহীদ মিনার, মুক্তিযুদ্ধ এবং স্বপ্নের সুখী ও সমৃদ্ধ বাংলাদেশের চিত্র ফুটিয়ে তোলে।

কর্মসূচির দ্বিতীয় দিন শনিবার (০৬ ফেব্রুয়ারি) বিকালে অনুষ্ঠিত হবে ‘মুক্তিযুদ্ধের চেতনার বৈষম্যহ্যীন ও অসাম্প্রদায়িক বাংলাদেশ, কোন পথে আমরা’ শীর্ষক আলোচনা সভা, সন্ধ্যায় চলচ্চিত্র প্রদর্শনী এবং শাহবাগের গান পরিবেশন করা হবে।

বাংলাদেশ সময়: ১৬৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০১৬
এইচআর/টিআই

** বর্ষপূর্তিতে গণজাগরণ মঞ্চের চিত্রাঙ্কন প্রতিযোগিতা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।