ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সিলেটে অবিস্ফোরিত মর্টার সেল উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০১৬
সিলেটে অবিস্ফোরিত মর্টার সেল উদ্ধার ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সিলেট: সিলেটের সীমান্তবর্তী জকিগঞ্জ উপজেলার আমলশীদ এলাকা থেকে একটি মর্টারশেল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শুক্রবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে ৪১ বর্ডার গার্ড আমলশীদ সীমান্ত ফাঁড়ির জওয়ানরা মর্টারশেলটি উদ্ধার করে।



২০০৬ সালে বিজিবি-বিএসএফ বন্দুকযুদ্ধ চলাকালে বিএসএফ কর্তৃক নিক্ষিপ্ত মর্টারশেলটি পুকুরে পড়ে অবিস্ফোরিত থেকে যায়। সেলটি নিষ্ক্রিয় করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে বিজিবি।

৪১ বর্ডার গার্ড অধিনায়ক শাহ আলম চৌধুরী বিজিবিএম, ডিজিবিএম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

বাংলাদেশ সময়: ১৭১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০১৬
এনইউ/এমজেএফ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।