ঢাকা: রাজধানীর রামপুরা থানা এলাকার ডিআইটি রোডে ছিনতাইকালে অস্ত্র-গুলিসহ চার ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ।
আটককৃতরা হলেন- মনির, লিটন, মো. সায়েম ও মো. মামুন।
বৃহস্পতিবার (০৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টায় রামপুরার তাদের আটক করা হয়।
শুক্রবার (০৫ ফেব্রুয়ারি) বিকেলে ঢাকা মেট্রোপলিটান পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মারুফ হোসেন সরদার বিষয়টি জানিয়েছেন।
তিনি বলেন, বৃহস্পতিবার পিপলস ডিস্ট্রিবিউশন কোম্পানির স্ট্যাফ আপন খান ও মো. এনায়েত হোসেন ওই এলাকায় মার্কেটিং শেষে অফিসে ফেরার পথে রামপুরা এলাকার ডিআইটি রোডের ইকরা মসজিদ গলির মুখে পৌঁছালে চার ছিনতাইকারী তাদের হাতে থাকা ব্যাগ ছিনিয়ে নেয়।
ওই সময় তাদের চিৎকারে স্থানীয় জনগণ ও এলাকার টহল পুলিশ এগিয়ে এলে ছিনতাইকারীরা দু’টি ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় পুলিশ তাদের আটক করে।
আটককৃতদের বিরুদ্ধে রামপুরা থানায় আইন-শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইন ও অস্ত্র আইনে পৃথক দু’টি মামলা দায়ের করেছে বলেও জানান মারুফ হোসেন।
বাংলাদেশ সময়: ১৭২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০১৬
এসজেএ/এমজেএফ/