ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

কৃষি মন্ত্রণালয়ের নিয়োগ পরীক্ষায় আটক ৮০

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০১ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০১৬
কৃষি মন্ত্রণালয়ের নিয়োগ পরীক্ষায় আটক ৮০ প্রতীকী ছবি

ঢাকা: কৃষি মন্ত্রণালয়ের একটি নিয়োগ পরীক্ষায় প্রক্সি দেওয়ার সময় ৮০ জনকে আটক করেছে কর্তৃপক্ষ।
 
শুক্রবার (৫ ফেব্রুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কেন্দ্র থেকে তাদের আটক করা হয়।

আটক ৮০ জনের মধ্যে চারজন ঢাবির শিক্ষার্থী।
 
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক ড. এ এম আমজাদ বাংলানিউজকে এ কথা জানিয়েছেন।

তিনি বলেন, আমি শুনেছি একটি নিয়োগ পরীক্ষায় প্রক্সি দেওয়ার সময় ৮০ জনকে আটক করা হয়েছে। এর মধ্যে চারজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। পরীক্ষাটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট (আইবিএ) পরিচালনা করেছে।
 
যোগাযোগ করা হলে আইবিএ’র পরিচালক অধ্যাপক সাইফুল মাজিদ বাংলানিউজকে বলেন, ৮০ জনকে আটক করা হয়েছে। তবে বিস্তারিত জানানো হবে কৃষি মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে।
 
বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০১৬/আপডেট ১৮২২ ঘণ্টা
এসএ/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।