ঢাকা: বাংলাদেশের জনগণ যুদ্ধাপরাধের বিচারের মাধ্যমে একাত্তরের যুদ্ধাপরাধীদের বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে বলে মন্তব্য করেছেন গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার।
শুক্রবার (০৫ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর শাহবাগে গণজাগরণ মঞ্চের 'জাগরণ যাত্রা' শীর্ষক বর্ণাঢ্য র্যালি শেষে এক সমাবেশে তিনি এ মন্তব্য করেন।
গণজাগরণ মঞ্চের তৃতীয় বর্ষপূর্তিতে নানা কর্মসূচির মধ্যদিয়ে পালিত হচ্ছে গণজাগরণ দিবস।
ইমরান এইচ সরকার বলেন, একাত্তরের ঘাতক রাজাকার কাদের মোল্লা বিচার প্রক্রিয়াকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছিল, কিন্তু দেশের জনগণ যুদ্ধাপরাধীদের বিচার করে তাদের বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে।
গণজাগরণ মঞ্চের ছয় দফার ভিত্তিতে রাষ্ট্রপক্ষ আপিলের সুযোগ পাচ্ছে উল্লেখ করে ইমরান বলেন, গত তিন বছর নানা প্রতিকূলতা পেরিয়ে এগিয়েছি আমরা, যতো বাধাই আসুক গণজাগরণ মঞ্চ এগিয়ে যাবে। তরুণ প্রজন্ম সবাইকে সঙ্গে নিয়ে একদিন অসাম্প্রদায়িক ও বৈষম্যহীন রাষ্ট্র গড়ে তুলবে।
২০১৩ সালের ৫ ফেব্রুয়ারি যুদ্ধাপরাধী আবদুল কাদের মোল্লার যাবজ্জীবন কারাদণ্ডের রায়ের প্রতিবাদে শাহবাগে ছাত্র-জনতার অবস্থান থেকে গণজাগরণ মঞ্চ প্রতিষ্ঠিত হয়। যা দেশ-বিদেশে ব্যাপক সাড়া ফেলে।
যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তি ও তাদের বিচার প্রক্রিয়া ত্বরান্বিত করতে ধারাবাহিকভাবে কর্মসূচি পালন করে আসছে সংগঠনটি।
বাংলাদেশ সময়: ১৮২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০১৬
এইচআর/টিআই
** গণজাগরণ মঞ্চের 'জাগরণ যাত্রা'
** রংতুলিতে স্বপ্নের বাংলাদেশ
** বর্ষপূর্তিতে গণজাগরণ মঞ্চের চিত্রাঙ্কন প্রতিযোগিতা