ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

দৃক গ্যালারিতে পাটজাত পণ্যের প্রদর্শনী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০১৬
দৃক গ্যালারিতে পাটজাত পণ্যের প্রদর্শনী ছবি: কাশেম হারুন / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: রাজধানীর ধানমন্ডির দৃক গ্যালারিতে চলছে তিন দিনব্যাপী ‘সুইচ টু জুট’ নামে পাটজাত পণ্যের প্রদর্শনী।

শুক্রবার (০৫ ফেব্রুয়ারি) বিকেলে প্রদর্শনীর উদ্বোধন করেন কেয়ার বাংলাদেশের গ্রামীণ অতি-দরিদ্র কর্মসূচির পরিচালক আনোয়ারুল হক।



ইউরোপিয়ান ইউনিয়নের অর্থায়নে কেয়ার বাংলাদেশের সুইচ এশিয়া-জুট ভ্যালু চেইন প্রজেক্টের ব্যবস্থাপনায় এ প্রদর্শনী অনুষ্ঠিত হচ্ছে।

শুক্রবার থেকে শুরু হওয়া এ প্রদর্শনী আগামী বোরবার শেষ হবে। প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত সবার জন্য উন্ম‍ুক্ত রয়েছে বলে আয়োজকরা জানিয়েছেন।

সুইচ এশিয়া-জুট ভ্যালু চেইন প্রজেক্টের অর্থ ও প্রশাসন বিভাগের কর্মকর্তা শুকদেব রায় জানান, প্রদর্শনীতে বিভিন্ন জেলার প্রত্যন্ত অঞ্চলের ১৭টি ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা প্রতিষ্ঠান অংশ নিয়েছে।

প্রদর্শনীর আগে বিভিন্ন সময় কেয়ার বাংলাদেশ’র পক্ষ থেকে এসব প্রতিষ্ঠানের কর্মীদের দক্ষতা বৃদ্ধি, কাজের গুণগত মান ও নতুন এবং আকর্ষণী ডিজাইন সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

প্রদর্শনীতে অংশ নেওয়া ‘শামা ক্রিয়েশন’-এর মালিক সাফিয়া শামা বাংলানিউজকে বলেন, এই স্টলে পাটের ১২ ধরনের বিভিন্ন পণ্যে প্রদর্শনীতে রাখা হয়েছে। এসব পণ্যের মধ্যে নারী ও পুরুষের হাত ব্যাগ, ট্রাভেলিং ব্যাগ, পেপার ওয়েট, কেবিনেট, ভ্যানিটি ব্যাগ, মানিব্যাগ রয়েছে।

এসব পণ্য সম্পূর্ণ দেশীয় কাঁচামালের তৈরি এবং অধিকাংশ পণ্য বিভিন্ন দেশে রফতানি করা হয় বলেও জানান তিনি।

স্প্যাডিক্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক বেনোয়ারা বেগম বেনু বলেন, প্রদর্শনীতে পণ্য তুলে ধরার উদ্দ্যেশ্য বাজার সম্প্রসারণ  করা। বিভিন্ন দেশে পাটজাত পণ্যের চাহিদা অনেক বেশি। আমরা পাটের পণ্য কেবল রফতানি করে থাকি।

তিনি বলেন, পরিবেশ সুরক্ষায় আমাদের দেশেও পাটের পণ্য ব্যবহারে মানুষকে অভ্যাস করানো দরকার।

বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০১৬
টিএইচ/এমজেএফ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।