ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

কল্যাণপুর পোড়া বস্তিবাসীদের ক্ষতিপূরণের দাবি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০১৬
কল্যাণপুর পোড়া বস্তিবাসীদের ক্ষতিপূরণের দাবি

ঢাকা: কল্যাণপুর বস্তিবাসীদের উচ্ছেদের আগে পুনর্বাসনের দাবি জানিয়েছে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন ফেডারেশন (টাফ)। একইসঙ্গে দুষ্কৃতিকারীদের দেওয়া আগুনে ক্ষতিগ্রস্ত পরিবার প্রতি ৩ লাখ টাকা ক্ষতিপূরণ দেয়ারও দাবি জানিয়েছে সংগঠনটি।



শুক্রবার (ফেব্রুয়ারি ৫) বিকেলে জাতীয় প্রেসক্লাবে সামনে এক বিক্ষোভ সমাবেশ থেকে এ দাবি তোলা হয়।

টাফের ঢাকা অঞ্চলের সভাপতি জিয়াউদ্দিন আফরের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার, বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সভাপতি পারভেজ লেলিন, দেলোয়ার হোসেন, রোকন মিস্ত্রি, আব্দুল আজিজ প্রমুখ।

জিয়াউদ্দিন আফর বলেন, ২১ জানুয়ারি কল্যাণপুর পোড়াবস্তি উচ্ছেদে নামে হাউজিং অ্যান্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউট কর্তৃপক্ষ। এতে কোনো আগাম নোটিশও দেয়া হয়নি।

পুলিশের সঙ্গে সংঘর্ষের এক পর্যায়ে হাইকোর্ট থেকে উচ্ছেদ কার্যক্রম বন্ধের আদেশ আসে। কিন্তু ২২ জানুয়ারি বস্তিতে আগুন ধরিয়ে দেওয়া হয়। এতে ১৪৭টি ঘর পুড়ে যায়।

তিনি বলেন, ক্ষতিগ্রস্ত পরিবার প্রতি ৩ লাখ টাকা ক্ষতিপূরণ দিতে হবে। এছাড়া সন্ত্রাসীদের শাস্তি দিতে হবে। এছাড়া বস্তিবাসীর পুনর্বাসনের আগে উচ্ছেদ করা যাবে না।

বাংলাদেশ সময়: ১৮৪৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০১৬
ইইউডি/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।