ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ফেনীতে ছিনতাইয়ের ঘটনায় গ্রেফতার ৩

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০১৬
ফেনীতে ছিনতাইয়ের ঘটনায় গ্রেফতার ৩

ফেনী: ফেনীতে ব্যবসায়ীকে গুলি করে সাড়ে ২২ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

এদের মধ্যে একজন ছিনতাইয়ে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।

তার স্বীকারোক্তি অনুযায়ী ৫ লাখ টাকা উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার(০৫ ফেব্রুয়ারি) দিনব্যাপী ফেনী শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন- মামুন (২৫), অপু (২৩) ও জাবেদ (২৬)।

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মাহবুব মোর্শেদ বিষযটি নিশ্চিত করে জানান, গ্রেফতার হওয়া ৩ জনের মধ্যে মামুনকে আদালতে হাজির করা হলে তিনি স্বীকাররোক্তি মূলক জবানবন্দি দেন। পরে ৫ লাখ টাকা উদ্ধার করা হয়।
 
সোমবার (১ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টায় শহরের গুদাম কোয়াটার এলাকায় শহরের  ব্যবসায়ী শহিদুল ইসলাম কামরুলকে গুলি করে সাড়ে ২২ লাখ টাকা ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা।

বাংলাদেশ সময়: ১৯৪৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০১৬
পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।