মধুপুর (টাংগাইল): টাঙ্গাইলের মধুপুরে মাদক সেবন, বিক্রি ও মজুতের দায়ে তিন যুবকের কারাদণ্ড ও দুই যুবককে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রমেন্দ্র নাথ এসব দণ্ডাদেশ দেন।
আটক যুবকরা হলেন- মধুপুর উপজেলার অলিপুর গ্রামের আজাহার ড্রাইভারের ছেলে সুলতান (৩৫), টেংরি গ্রামের আব্দুস ছাত্তারের ছেলে জাকারিয়া (৩২), মোমরেজ আলীর ছেলে রকিবুল (৩০), রানিয়াদ গ্রামের শুকুর মাহমুদের ছেলে শরিফ (৩৫) ও ধনবাড়ী উপজেলার কিসমত গ্রামের বাহাদুরের ছেলে আলমগীর (৩০)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ভোরে পৌর এলাকার কাঁঠালতলী মোড়ের একটি বাসায় অভিযান চালিয়ে ইয়াবা, গাঁজা ও হেরোইন সেবনের সময় পাঁচ যুবককে আটক করা হয়।
দুপুরে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। ভ্রাম্যমাণ আদালত সুলতানকে দুই বছর, জাকারিয়া ও আলমগীরকে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড এবং রকিবুল ও শরিফকে ১৫ হাজার টাকা করে জরিমানা করেন।
মধুপুর থানার উপ-পরিদর্শক (এসআই) রোকনুজ্জামামান জানান, বিকেলে তিনজনকে কারাগারে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ২০৪৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০১৬
এমজেড