কুমিল্লা: কুমিল্লার বুড়িচং উপজেলায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক পার্শ্ববর্তী নিমসার সবজি ও কাঁচামালের বাজারের পাঁচ শতাধিক আড়ৎ ও দোকান উচ্ছেদ করেছে কুমিল্লা সড়ক ও জনপদ বিভাগ এবং উপজেলা প্রশাসন।
শুক্রবার (৫ ফেব্রুয়ারি) দুপুর থেকে বিকেল পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন- বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফজলুল জাহিদ পাভেল, জেলা সহকারী কমিশনার ফিরোজ আল মামুন, সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী সাইফ উদ্দিন, উপ-নির্বাহী প্রকৌশলী মোস্তাফিজুর রহমান, ফোর লেন প্রকল্পের উপ-সহকারী প্রকৌশলী আশরাফুজ্জামান, উপ-সহকারী প্রকৌশলী অহিদুজ্জামান প্রমুখ।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চার লেন সম্প্রসারিত হওয়ায় সবজি বাজারটি দু’ভাগে বিভক্ত হয়ে পড়ে। ফলে বাজারে আসা সবজি আনা-নেওয়ায় নিয়োজিত যানবাহনগুলো এলোমেলোভাবে রাখায় প্রতিদিন যানজট লেগেই থাকে।
এছাড়া, সড়ক ও জনপদ বিভাগের ভূমিতে দেশের সব অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশ অনুযায়ী বাজারটি স্থানান্তরের পরিকল্পনা নেয় উপজেলা প্রশাসন। ইতোমধ্যে বাজারটি মহাসড়কের পাশ থেকে সরিয়ে অন্যত্র নেওয়ার জন্য ইজারাদার ও কমিটিকে চিঠি দিয়ে জানিয়েছে উপজেলা প্রশাসন, সড়ক ও জনপদ বিভাগ।
সর্বশেষ হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী ১ মাস আগে বাজারটি স্থানান্তরের নির্দেশ দেয় কর্তৃপক্ষ। কিন্তু ইজারাদার কিংবা কমিটির লোকজনের কোনো প্রকার সাড়া না পেয়ে দুপুর থেকে উচ্ছেদ অভিযান শুরু করে কর্তৃপক্ষ।
এ বিষয়ে বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফজলুল জাহিদ পাভেল বলেন, ১৯৬৫-৬৬ সালে রাস্তার দু’পাশের ভূমি অধিগ্রহণ করে সড়ক-জনপদ বিভাগ। অধিগ্রহণ করা ভূমিতে অবৈধ দোকানপাট বসায় তা উচ্ছেদের জন্য একাধিক বার নোটিশ দেয় কর্তৃপক্ষ।
দেড়মাস আগে হাইকোর্টের নির্দেশে মহাসড়কের দু’পাশের অবৈধ স্থাপনা সরিয়ে নিতে বলা হয়। কিন্তু তাতে কোনো কাজ না হওয়ায় এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। অবৈধ স্থাপনা উচ্ছেদ না হওয়া পর্যন্ত অভিযান চলমান থাকবে বলে জানান ইউএনও।
বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০১৬
এমজেড