মিরসরাই (চট্টগ্রাম): চলতি পথে মোবাইল ফোনে কথা বলার সময় নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে পড়ে যাওয়ার ঘটনায় আবু তৈয়ব হোসেন (৩২) নামে এক চালককে আটক করেছে পুলিশ।
শুক্রবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে যাত্রীদের অভিযোগের পরিপ্রেক্ষিতে মিরসরাই উপজেলার নিজামপুর কলেজ এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক আবু তৈয়ব হোসেন কক্সবাজার জেলার বাসিন্দা।
জোরারগঞ্জ হাইওয়ে পুলিশের ইনচার্জ ফরিদ উদ্দিন বাংলানিউজকে বলেন, ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশে ভোরে ছেড়ে আসা বাসের চালক বাস চালানোর সময় মোবাইল ফোনে কথা বলছিলেন। একাধিকবার যাত্রীরা সতর্কও করলেও চালক তা আমলে না নেওয়ায় সকালে মহাসড়কের মিরসরাইয়ের কলঘর এলাকায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়। এ ঘটনায় কমপক্ষে সাতজন আহত হয়। হাইওয়ে পুলিশ আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
দুর্ঘটনার পর ঘটনাস্থল থেকে পালিয়ে যান চালক আবু তৈয়ব হোসেন। পরে, বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার নিজামপুর কলেজ এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
দুর্ঘটনা কবলিত বাসটি হাইওয়ে পুলিশ হেফাজতে রয়েছে। এ ঘটনায় ওই চালকের বিরুদ্ধে মিরসরাই থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানান ফরিদ উদ্দিন।
বাংলাদেশ সময়: ২১৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০১৬
এমজেড