ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

রাঙ্গুনিয়ার অপহৃত কাউন্সিলর রামুতে উদ্ধার, আটক ৫

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০১৬
রাঙ্গুনিয়ার  অপহৃত কাউন্সিলর রামুতে উদ্ধার, আটক ৫

কক্সবাজার: চট্টগ্রামের রাঙ্গুনিয়া পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের অপহৃত কাউন্সিলর মো. তারেকুল ইসলাম চৌধুরীকে  উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার দায়ে দুই নারীসহ অপহরণকারী চক্রের ৫ সদস্যকে আটক করা হয়।



পুলিশ সূত্র জানায়, বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) রাতে চট্টগ্রাম নগরের একটি কমিউনিটি সেন্টারে বিয়ের অনুষ্ঠানে যান কাউন্সিলর তারেক। সেখান থেকে ফেরার পথে রাত নয়টায় বহদ্দারহাট থেকে  তাকে অস্ত্রের মুখে জিম্মি করে অপহরণ করা হয়। পরে তাকে অজ্ঞান করে কক্সবাজার আনা হয়। ওই রাতেই তাকে নিয়ে মিয়ানমার নেওয়ার  জন্য  রামুর ওমখালির একটি বাড়িতে অবস্থান নেয়  অপহরণকারীরা।   সেখান  থেকে যাওয়ার পথে অপহৃতের জ্ঞান ফিরে আসে।   এ সময় রাস্তায় টহল পুলিশ দেখে গাড়ি থেকে লাফ দেন তারেক। পরে পুলিশ ঘটনাস্থল থেকে একটি মোটরসাইকেল ও  অপহরণকারী চক্রের  তিন সদস্যকে আটক করে। এরপর রামুর একটি বাড়ি থেকে অপহরণকারী চক্রের আরও দুই সদস্যকে আটক করা হয়।

আটকরা হলেন রাঙ্গুনিয়ার মো. মামুন (২৬), আবুল কালাম আজাদ (৩৭) সানজিনা  আক্তার (২৫) ও রামুর ওমখালির আলি হোসেন (৪২) ও তার স্ত্রী হোসনে আরা (৩৬)।

অপহৃত পৌর কাউন্সিলর মো. তারেক বাংলানিউজকে জানান,  পূর্বশত্রুতার জের ধরে ঘটনার মূল হোতা রাঙ্গুনিয়ার মো. রুবেল অপহরণের মূল পরিকল্পনা করেন।

অপহরণকারীরা তার কাছে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন। মুক্তপণের টাকা নিয়ে তার পরিবারেরর এক সদস্যকে রামু আসতে বলা হয়।

রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কায় কিস্লু বাংলানিউজকে জানান,  এঘটনায় রামু থানায় একটি অপহরণ মামলা করা হয়েছে। আটকদের বিরুদ্ধে রামু থানায় একাধিক ডাকাতি ও অপহরণ মামলা রয়েছে।

অপহরণকারী চক্রের অন্য সদস্যদের আটক করতে পুলিশের অভিযান চলছে।

বাংলাদেশ সময়: ২২৪৫ ঘন্টা, ফেব্রুয়ারি ০৫, ২০১৬
টিটি/এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।