ঢাকা: জীবনের অপরাহ্নে সুন্দরবনকে বিমূর্ত করে ঢাকার দেয়ালে বেঁধেছেন শিল্পী বিমানেশ। প্রকৃতির প্রতি শিল্পীর অগাধ মমত্ব।
শুক্রবার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ‘নিসর্গ সুন্দরী’ নামে শিল্পী বিমানেশ বিশ্বাসের একক প্রদর্শনীর উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান।
প্রদর্শনীতে এসে মুগ্ধতা প্রকাশ করেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম এমপি।
প্রদর্শনীটি চলবে ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত। সবার জন্য উন্মুক্ত প্রদর্শনীটি সোমবার থেকে বৃহস্পতিবার বিকেল ৩টা থেকে রাত ৯টা এবং শুক্রবার ও শনিবার সকাল ৯টা থেকে দুপুর ১২টা এবং বিকেল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত প্রদর্শনী খোলা থাকবে।
উদ্বোধন অনুষ্ঠানে অনিসুজ্জামান বলেন, অ্যাক্রিলিক এবং জল রং দিয়ে নিসর্গ সুন্দরী প্রদর্শনীটির ছবিগুলো আঁকা হয়েছে। বিমানেশ তার ছোট বেলায় এস এম সুলতানকে কাছে পেয়েছিলেন। সমৃদ্ধ ও শক্তিশালী সুলতানের কাছ থেকেই সে পথচলার শক্তি পেয়েছে। আমি এই প্রদর্শনীর সাফল্য কামনা করছি।
সুলতানের সঙ্গে পেইন্টিংয়ের মিল নেই বটে তবে, তার মতোই প্রকৃতি নিয়ে কাজ করছেন বিমানেশ, বলেন আনিসুজ্জামান।
চিত্রকর্মে বিমানেশ বিশ্বাস গ্রাম, নদীর তীর, খাল-বিল, শ্বাসমূলের সুন্দরবনকে তুলে ধরেছেন।
শিল্পী বিমানেশ বিশ্বাস বাংলানিউজকে বলেন, স্রষ্টা আমার হাত দিয়ে প্রকাশ করেন বলেই আমি প্রকাশিত হই। ৪৫টি আলোকচিত্র ছিলো। তবে ছোট গ্যালারি হওয়ায় এখানে প্রদর্শন করা হচ্ছে ৩২টি ছবি।
বাংলাদেশ সময়: ২৩৪২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০১৬
এসএ/জেডএস