সিলেট: প্রবাসীদের অধিকার বিষয়ক আর্ন্তজাতিক সেমিনারে যোগ দিতে পুলিশ মহাপরিদর্শক শহিদুল ইসলাম সিলেট আসছেন শনিবার (০৬ ফেব্রুয়ারি)। একই অনুষ্ঠানে যোগ দিতে ইতোমধ্যে সিলেট পৌঁছেছেন র্যাব মহাপরিচালক বেনজির আহমদ।
শুক্রবার (০৫ ফেব্রুযারি) রাত সোয়া ৯টায় সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (মিডিয়া) রহমত উল্লাহ বাংলানিউজকে এ তথ্য জানান।
তিনি জানান, শনিবার (০৬ ফেব্রুয়ারি) সিলেট জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠেয় ‘প্রবাসীদের অধিকার নিশ্চিত করার ক্ষেত্রে প্রশাসনের ভূমিকা’ সেমিনারে যোগ দেবেন র্যাবের ডিজি ও পুলিশ মহাপরিদর্শক।
এরই মধ্যে র্যাব মহাপরিচালক সিলেটে এসে পৌঁছেছেন। পুলিশের আইজিপি আসবেন শনিবার সকাল ১০টায়।
জনস্বার্থ ও মানবাধিকার রক্ষায় ব্রতী সংগঠন ‘হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ’ (এইচআরপিবি)-এর উদ্যোগে প্রথমবারের মতো সিলেটে প্রবাসীদের অধিকার বিষয়ক এক আর্ন্তজাতিক সেমিনারের আয়োজন করা হয়েছে। এদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত দু’টি সেশনে অনুষ্ঠান চলবে।
সেমিনারের প্রথম অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পুলিশের মহা-পরিদর্শক একেএম শহিদুল হক। দ্বিতীয় অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন র্যাব’র মহাপরিচালক বেনজির আহমেদ।
সেমিনারে প্রবাসী বাংলাদেশিদের দেশে অবস্থানকালে বিভিন্ন হয়রানির প্রতিকার ও বাংলাদেশে তাদের সম্পদের সুরক্ষা বিষয়ে আলোচনা করা হবে-এমনটি জানিয়েছেন এইচআরপিবি’র সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ তাজ উদ্দিন।
বাংলাদেশ সময়: ০০০২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০১৬
এনইউ/জেডএস