বেনাপোল (যশোর): যশোরের বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশন ভবনে বৈদ্যুতিক শর্কসার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে প্রায় আধঘণ্টা চেষ্টার পর ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন।
অগ্নিকাণ্ডের ঘটনায় ইমিগ্রেশন ভবনে বিদেশি পাসপোর্ট যাত্রী কাউন্টারে কিছু আসবাবপত্র পুড়ে গেছে।
শুক্রবার (০৫ ফেব্রুয়ারি) দিনগত রাত ৮টা ২০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।
ইমিগ্রেশন পুলিশ জানান, ইমিগ্রেশন অফিসে হঠাৎ বিকট শব্দে একটি ফ্যান বিস্ফোরণ ঘটলে আগুন ধরে যায়। এর পরপরই পুরো অফিস কালো ধোঁয়ায় ভরে যায়।
দ্রুত তারা ফায়ার সার্ভিসকে বিষয়টি জানান। এসময় আতঙ্কিত হয়ে পড়েন ইমিগ্রেশন ও কাস্টমস অফিসে থাকা লোকজন।
বেনাপোল ফায়ার সার্ভিস অফিসের অগ্নি নির্বাপক টিমের কর্মকর্তা আবুল হাসান জানান, বৈদ্যুতিক শর্কসার্কিট থেকে বিস্ফোরণে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনায় তেমন ক্ষতি হয়নি।
বেনাপোল ইমিগ্রেশনের উপসহকারী (এসআই) জাকির হোসেন বাংলানিউজকে জানান, পুড়ে যাওয়া বিদ্যুৎ সংযোগ লাইনের মেরামত করা হচ্ছে। আশা করা যাচ্ছে শনিবার (০৬ ফেব্রুয়ার) সকাল থেকে অফিসিয়াল কাজে কোনো ব্যাঘাত ঘটবে না।
বাংলাদেশ সময়: ০২৩৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০১৬
জেডএস