ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

জলঢাকায় বাস-পিকআপভ্যানের সংঘর্ষে নিহত ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০১৬
জলঢাকায় বাস-পিকআপভ্যানের সংঘর্ষে নিহত ২

নীলফামারী: নীলফামারীর জলঢাকা উপজেলার কালিগঞ্জ এলাকায় যাত্রীবাহী বাস-পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষে ২জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আরও একজন আহত হয়েছেন।



শনিবার (০৬ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে জলঢাকা-ডিমলা সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন, ডোমার উপজেলার ডাকবাংলা কাজীপাড়া গ্রামের জাকির হোসেন (৪০) ও একই উপজেলার আন্ধারুর এলাকার পিকআপ ভ্যান চালক আবুল কালাম আজাদ (৪৫)। এ ঘটনায় জাকির হোসেনের ছেলে হাসান সাদ্দাম আহত হয়েছেন।

আহত সাদ্দামকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলওয়ার হাসান ইনাম বাংলানিউজকে জানান, সকালে ডোমার থেকে জাকির তার ছেলে সাদ্দামকে নিয়ে একটি পিকআপ ভ্যানে করে রংপুরের দিকে যাচ্ছিলেন। পথে জলঢাকা- ডিমলা সড়কের কালিগঞ্জ এলাকায় এলে যাত্রীবাহী একটি বাসের সঙ্গে পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে জাকির ও পিকআপ ভ্যানের চালক আবুল কালাম আজাদ ঘটনাস্থলেই মারা যায়।

তিনি আরও জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে গেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো প্রস্তুতি চলছে বলে তিনি জানান।

বাংলাদেশ সময়: ১০০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০১৬/ ১২৪২ ঘণ্টা,
এএটি/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।