ঢাকা: রাজধানীর আগারগাঁও বাসস্ট্যান্ড গোল চত্বর মোড়। ১০টিরও বেশি বড় বড় বহুজাতিক ও দেশীয় কোম্পানির নানা পণ্যের বিলবোর্ড সাঁটানো ছিল মোড়টিতে।
কিন্তু শনিবার (০৬ ফেব্রুয়ারি) সরেজমিনে ঘুরে দেখা গেছে, সেখানে একটিও বিলবোর্ড নেই।
বিশাল বিশাল বিলবোর্ড যে টানানো ছিল তার চিহ্ন রয়ে গেছে। বিলবোর্ড টানাতে ব্যবহার করা লোহার বিশাল খুঁটি, রড ও গার্ডার এখনও রয়ে গেছে। লোহার খুঁটিগুলো এক পায়ে দাঁড়িয়ে অাছে।
এখান দিয়ে যাতায়াতকারীরা বলেছিলেন, বিলবোর্ডে বন্দি থাকতো গোল চত্বরটি। এখন আর একটিও বিলবোর্ড নেই। চলাচলে দুর্ভোগ কমেছে, খুব ভালো লাগছে।
গোল চত্বরে দায়িত্বরত টাউন সাব ইন্সপেক্টর (টিএসআই) আবু অানছার বাংলানিউজকে বলেন, ‘আমি আজকে এখানে এসেছি। কবে কখন কোন সময় বিলবোর্ডগুলো অপসারণ করা হয়েছে, তার সঠিক তথ্য আমার কাছে নেই’।
গোল চত্বর সংলগ্ন এলাকায় প্রায় ৫ বছর ধরে চা বিক্রি করছেন মনছুর হোসেন। বিলবোর্ড অপসারণ প্রসঙ্গে তিনি বলেন, ‘মেয়র সাহেব (আনিসুল হক) ঘোষণা দেওয়ার পর বিলবোর্ড সরানো শুরু হয়। দিনে বিলবোর্ড ছিল, রাইতে দেহি নাই। দিনে কোনো কাজ করে নাই। রাইতে সব সরানো হইছে। সপ্তাহখানেক আগে সরানো হইছে। ফোন, সাবান, ল্যাপটপের বিলবোর্ডগুলো আর ফিরা আসেনি’।
মনছুরের পাশে চা বিক্রি করছিলেন ফরিদা খাতুন। তিনি বলেন, ‘ম্যালা(অনেক) বিলবোর্ড মানুষেরা রাইতে কাইট্টা লইয়া গ্যাছে। কোম্পানির বিলবোর্ড কোম্পানি লইয়া গ্যাছে। দিনের সুম দেখছি, সকালে দেহি নাই’।
বাংলাদেশ সময়: ১০৩২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০১৬
এমআইএস/এএসআর