ঢাকা: বনানী মাঠ সংলগ্ন রাস্তায় অবস্থান নেওয়া মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কাউন্সিলের নেতাকর্মীরা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বাসভবন ঘেরাও করতে রওনা দিলে পুলিশ তাদের বাধা দিয়েছে।
আন্দোলনকারীরা শনিবার (৬ ফেব্রুয়ারি) বেলা সোয়া ১১টায় বনানী মাঠ সংলগ্ন রাস্তা থেকে খালেদা জিয়ার বাসভবনের দিকে রওনা দিলে পুলিশ ব্যারিকেড দিয়ে তাদের আটকে দেয়।
ঘটনাস্থলে এক প্লাটুন পুলিশ রয়েছে। তারা তারকাঁটার ব্যারিকেড দিয়ে জলকামান নিয়ে ওই রাস্তার মুখে অবস্থান নিয়েছেন।
এর আগে পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে শনিবার সকালে আন্দোলনকারীরা গুলশান-২ গোল চত্বরে অবস্থান নেয়। কিন্তু কূটনৈতিক এলাকার নিরাপত্তা স্বার্থে সকাল ১০টার দিকে পুলিশ তাদের বনানী মাঠ সংলগ্ন এলাকায় সরিয়ে নিয়ে আসে।
ঘেরাও কর্মসূচিতে উপস্থিত আছেন- সুচিন্তা ফাউন্ডেশনের চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধা সন্তান আরাফাত এ রহমান, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কাউন্সিলের সভাপতি মেহেদী হাসান, শহীদ বুদ্ধিজীবী ডা. আলীম চৌধুরীর সন্তান নুজহাত এ চৌধুরী, সেক্টর কমান্ডার খালেদ মোশাররফের মেয়ে মেহজাবিন মোশাররফ, আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিমের ছেলে ব্যারিস্টার শেখ নাঈম প্রমুখ।
মুক্তিযুদ্ধে শহীদদের সংখ্যা নিয়ে সন্দেহ প্রকাশ করে মন্তব্য করার প্রতিবাদে খালেদা জিয়ার বাসভবন ঘেরাওয়ের এ কর্মসূচি পালন করছেন তারা।
বাংলাদেশ সময়: ১১৩৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০১৬
এইচআর/ইইউডি/আরএম
** ‘খালেদা-গয়েশ্বরের বাংলাদেশে থাকার অধিকার নেই’
** খালেদার বাসা ঘেরাও করতে বনানী মাঠে অবস্থান