ঢাকা: ৩৪তম বিসিএসে উত্তীর্ণ ক্যাডারবঞ্চিত প্রার্থীরা শাহবাগ মোড়ে অবস্থান নিয়েছেন। এতে রাজধানীর অন্যতম এই মোড়ের সবগুলো সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে।
শনিবার (০৬ ফেব্রুয়ারি) সকালে ক্যাডারবঞ্চিত ওই প্রার্থীরা শাহবাগ মোড়ে প্রধান সড়কের ওপর অবস্থান নেন।
সব অসঙ্গতি দূর করে ৩৪তম বিসিএসের ফল পুনর্মূল্যায়ন, ৩৪তম বিসিএসের ৬৭২টি শূন্যপদ ৩৫তম বিসিএস থেকে পূরণ না করে ৩৪তম থেকে পূরণ ও নন-ক্যাডারে উত্তীর্ণ সব প্রার্থীর চাকরির নিশ্চয়তার দাবিতে তারা এ অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালন করছেন।
এ সময় তিনজনকে আটক করে নিয়ে যায় শাহবাগ থানা-পুলিশ।
বাংলাদেশ সময়: ১১৩৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০১৬
এমআইএস/আরএইচ