ঢাকা: ‘খালেদা জিয়া ও গয়েশ্বর চন্দ্র রায়ের বাংলাদেশে থাকার অধিকার নেই। বাংলাদেশে রাজনীতি করবে বাংলাদেশের পক্ষের শক্তি।
শনিবার (৬ ফেব্রুয়ারি) বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বাসভবন ঘেরাও করতে বনানী মাঠ সংলগ্ন এলাকায় অবস্থান নিয়ে সুচিন্তা ফাউন্ডেশনের চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধা সন্তান আরাফাত এ রহমান সাংবাদিকদের এ কথা বলেছেন।
তিনি আরও বলেন, মুক্তিযুদ্ধে শহীদদের সংখ্যা নিয়ে বিতর্ক সৃষ্টি করে বাংলাদেশের ভিত্তি মূলে আঘাত দিয়েছেন খালেদা জিয়া। বর্তমান আইনে রাষ্ট্রদ্রোহ মামলায় তার বিচার করা উচিত। বিদ্যমান আইনে বিচার সম্ভব না হলে, আইন পরিবর্তন করে তার বিচার করতে হবে।
এর আগে পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে শনিবার সকালে আন্দোলনকারীরা গুলশান-২ গোল চত্বরে অবস্থান নেয়। কিন্তু কূটনৈতিক এলাকার নিরাপত্তা স্বার্থে সকাল ১০টার দিকে পুলিশ তাদের বনানী মাঠ সংলগ্ন এলাকায় সরিয়ে নিয়ে আসে।
ঘেরাও কর্মসূচিতে আরও উপস্থিত আছেন- মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কাউন্সিলের সভাপতি মেহেদী হাসান, শহীদ বুদ্ধিজীবী ডা. আলীম চৌধুরীর সন্তান নুজহাত এ চৌধুরী, সেক্টর কমান্ডার খালেদ মোশাররফের মেয়ে মেহজাবিন মোশাররফ, আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিমের ছেলে ব্যারিস্টার শেখ নাঈম প্রমুখ।
মুক্তিযুদ্ধে শহীদদের সংখ্যা নিয়ে সন্দেহ প্রকাশ করে মন্তব্য করার প্রতিবাদে খালেদা জিয়ার বাসভবন ঘেরাওয়ের এ কর্মসূচি পালন করছেন তারা।
বাংলাদেশ সময়: ১১৫৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০১৬
এইচআর/ইইউডি/আরএম