ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

আন্তর্জাতিক রূপসী বাংলা পুরস্কার পাচ্ছেন ৭ বিশিষ্টজন

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০১৬
আন্তর্জাতিক রূপসী বাংলা পুরস্কার পাচ্ছেন ৭ বিশিষ্টজন উপরে: ড. শামসুজ্জামান খান, কবি নির্মলেন্দু গুণ, কবি হেলাল হাফিজ। নিচে : কবি অসীম সাহা, কবি রবিউল হুসাইন, কবি তপংকর চক্রবর্তী ও কবি সহিদ রাহমান।

ঢাকা: সাহিত্যের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় সাত বিশিষ্টজন পাচ্ছেন আন্তর্জাতিক রূপসী বাংলা সাহিত্য পুরস্কার। কলকাতার সাংস্কৃতিক সংগঠন জীবনানন্দ উৎসব কমিটির উদ্যোগে এ পুরস্কার দেওয়া হয়।


 
শনিবার (৬ ফেব্রুয়ারি) কবি সহিদ রাহমান বাংলানিউজকে জানান, আন্তর্জাতিক রূপসী বাংলা পুরস্কার-২০১৫ ঘোষণা করা হয়েছে। বাংলা একাডেমিতে কবি শামসুর রাহমান মিলনায়তনে আগামী মার্চে আনুষ্ঠানিকভাবে এ পুরস্কার দেওয়া হবে।
 
তিনি জানান, কলকাতায় নন্দন সেন্টারে জীবনানন্দ সভাকক্ষে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে পুরস্কারপ্রাপ্তদের নাম ঘোষণা করেন জীবনানন্দ উৎসব কমিটির সভাপতি কবি অমৃত মাইতি।
 
পুরস্কারপ্রাপ্তরা হলেন- বাংলা একাডেমির মহাপরিচালক ড. শামসুজ্জামান খান, কবি নির্মলেন্দু গুণ, কবি হেলাল হাফিজ, কবি অসীম সাহা, কবি রবিউল হুসাইন, কবি তপংকর চক্রবর্তী ও কবি সহিদ রাহমান।
 
বাংলা একাডেমিতে এক অনুষ্ঠানের মাধ্যমে পুরস্কারপ্রাপ্তদের প্রত্যেকের হাতে পদক, সনদ ও সম্মাননা অর্থ তুলে দেওয়া হবে।
 
বাংলাদেশ সময়: ১৩২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০১৬
এসএমএ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।