ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

শাহবাগে শিশুপার্কের সামনে ২ শতাধিক অবৈধ দোকানপাট উচ্ছেদ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০১৬
শাহবাগে শিশুপার্কের সামনে ২ শতাধিক অবৈধ দোকানপাট উচ্ছেদ ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: রাজধানীর শাহবাগে শিশুপার্কের সামনের অবৈধ দোকানপাট-স্থাপনা ও শাহবাগ মোড়ে ফুটপাতে গড়ে উঠা সব ফুলের দোকান উচ্ছেদ করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। শিশুপার্কের ভেতরে অবস্থিত দু’টি রেস্টুরেন্টকে জরিমানাও করা হয়েছে।



শনিবার (০৬ ফেব্রুয়ারি) দুপুর দেড়টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত টানা তিন ঘণ্টার অভিযানে ২ শতাধিক অবৈধ দোকানপাট ও স্থাপনা উচ্ছেদ করা হয়। সিটি করপোরেশনের দু’টি বুলডোজার দিয়ে উচ্ছেদ অভিযানটি পরিচালনা করা হয়।

শিশুপার্কের সামনের সব দোকান উচ্ছেদ এবং পার্ক সংলগ্ন ফুলের দোকানগুলোসহ পাশের ফুলের মার্কেটের বর্ধিতাংশও ভেঙে দেওয়া হয়।

ডিএসসিসি’র নির্বাহী ম্যাজিস্ট্রেট মামুন অর রশিদের নেতৃত্বে ও প্রধান সম্পত্তি কর্মকর্তা খালিদ আহমেদ নির্দেশনায় অভিযান পরিচালিত হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মামুনুর রশীদ বাংলানিউজকে বলেন, শাহবাগের এ এলাকায় যতো দোকানপাট ছিল, সবগুলোই অবৈধভাবে গড়ে উঠেছিল।

একটা পার্কের সামনে এভাবে সৌন্দর্য নষ্ট করে দোকানপাট-হকার থাকতে পারেন না। এর আগেও দু’বার উচ্ছেদ করা হয়েছে। কিন্তু অভিযান শেষ হতেই সবাই আবার ফিরে এসেছেন।

তিনি আরও বলেন, এ এলাকা থেকে দোকানপাটসহ মালামাল সরিয়ে নিতে দু’দিন ধরে মাইকিং করা হয়েছে। তারপরও এতে কেউ কান দেননি। এজন্য উচ্ছেদ অভিযান চালানো হয়েছে।

তবে শিশুপার্কের সামনের এলাকার দোকানি জয়নাল, মাসুক, নাসিরসহ বেশ কয়েকজন অভিযোগ করে বলেছেন, পূর্ববর্তী কোনো নোটশ ছাড়াই তাদের দোকান উচ্ছেদ করা হচ্ছে।

রেস্টুরেন্ট দু’টিকে জরিমানা করার ব্যাপারে মামুনুর রশীদ জানান, শিশুপার্কের ভেতরে ১৪টি রেস্টুরেন্ট রয়েছে। এর মধ্যে অভিজাত স্ন্যাকস ও অপু স্ন্যাকসকে যথাক্রমে পাঁচ হাজার ও তিন হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। অভিজাত স্ন্যাকস নির্ধারিত সীমানার বাইরে টেবিল-চেয়ার রেখেছিল। আর অপু স্ন্যাকস মূল্য তালিকার চেয়ে বেশি দামে পণ্য বিক্রি করছিল।

ফুলের মার্কেটের বর্ধিতাংশ ভেঙে দেওয়ার ব্যাপারে তিনি বাংলানিউজকে বলেছেন, এ অংশটুকু অবৈধ বলেই তা ভেঙে দেওয়া হয়েছে।

খালিদ আহমেদ সাংবাদিকদের বলেন, সিটি করপোরেশনের যে সকল কর্মকর্তাদের অবহেলার কারণে অবৈধভাবে দোকানপাট গড়ে উঠেছিল, সে বিষয়ে খতিয়ে দেখে দায়ী কর্মকর্তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

পার্কের তত্ত্বাবধানে সিটি করপোরেশনের যেসব কর্মকর্তা রয়েছেন তারা এ দায় এড়াতে পারেন না বলেও মনে করেন তিনি।

বাংলাদেশ সময়: ১৩৫৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০১৬/আপডেট: ১৬৩৬ ঘণ্টা
টিএইচ/আরএইচ/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।