চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার জহুরপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে জাহাঙ্গীর আলম (২৫) নামে বাংলাদেশি যুবক আহত হয়েছেন।
শনিবার (০৬ ফেব্রুয়ারি) ভোরে ভারতের নুরপুর ক্যাম্পের বিএসএফ সদস্যদের গুলিতে ওই বাংলাদেশি আহত হন।
বর্ডার গার্ড বাংলাদেশ-৯ এর অধিনায়ক লে. কর্নেল জুনাইদ আলম খান বাংলানিউজকে জানান, ভোরে জাহাঙ্গীর সীমান্তের জহুরপুর-বাখরআলী ক্যাম্পের বিপরীতে ভারতীয় ভূখণ্ডে গরু আনতে যান। এ সময় নুরপুর ক্যাম্পের বিএসএফের গুলিতে তিনি আহত হন।
তিনি আরো জানান, জাহাঙ্গীর আলম গুলি খেয়ে পালিয়ে ফিরে এসেছেন। তার অবস্থান সম্পর্কে খোঁজ নেওয়া হচ্ছে।
বাংলাদেশ সময়: ১৪৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০১৬
এসআর