ময়মনসিংহ: ময়মনসিংহে আন্তঃজেলা ব্যাটারি চালিত ও সিএনজি চালিত অটোরিকশা ছিনতাই চক্রের ৪ সদস্যকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শনিবার (০৬ ফেব্রুয়ারি) ভোরে শহরের পাটগুদাম ও কৃষ্টপুর এবং চর কালীবাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- আরফান আলী (৩৫), মো. হানিফ (১৮), ছাদেক হোসেন (১৮) এবং আসাদুল হক (৩০)।
পরে দুপুরে জেলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমারত হোসেন গাজী সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন।
পুলিশ জানায়, সম্প্রতি জেলার বিভিন্ন এলাকায় সংঘবদ্ধ হয়ে একটি চক্র ব্যাটারিচালিত ও সিএনজি অটোরিকশা ভাড়া করে নির্জন এলাকায় নিয়ে চালককে হত্যা কিংবা জখম করে তা ছিনতাই করে নিয়ে যায়। এসব ঘটনায় বিভিন্ন থানায় মামলাও করা হয়েছে।
এসব মামলার পরিপ্রেক্ষিতে তা তদন্তের দায়িত্ব দেওয়া হয় ডিবি পুলিশকে।
পরে ডিবি কর্মকর্তারা প্রযুক্তির সহায়তায় দুষ্কৃতিকারীদের শনাক্ত করেন; এরপর অভিযান চালিয়ে এ চক্রের ৪ সদস্যকে আটক করা হয়।
ওসি ইমারত হোসেন গাজী জানান, আটকদের স্বীকারোক্তি অনুযায়ী ছিনতাই করা ছয়টি ব্যাটারিচালিত অটো রিকশা উদ্ধার করা হয়েছে।
এ সময় তাদের কাছ থেকে তিনটি ছুরিও উদ্ধার করা হয়েছে বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৬০৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০১৬
এমএ/