ময়মনসিংহ: ময়মনসিংহে আইনানুগভাবে বিবাহ অনুষ্ঠান নিশ্চিতকরণ এবং সিটিজেনস চার্টার বিষয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০৬ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক মুস্তাকীম বিল্লাহ ফারুকীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের গভর্নেন্স ইনোভেশন ইউনিটের মহাপরিচালক মো. আব্দুল হালিম।
মতবিনিময় সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হারুন-উর-রশিদ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তাহমিনা বেগম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শারমীন জাহান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আরিফ আহম্মেদ, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ মযমনসিংহ জেলা ইউনিট কমান্ডার আনোয়ার হোসেন, হালুয়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হেলাল উদ্দিন, সিনিয়র সহকারী পুলিশ সুপার (সদর) সীমা রানী সরকার, সমাজ সেবা কার্যালয়ের উপ-পরিচালক আমিনুল ইসলাম, আকুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আফাজ উদ্দিন সরকার, চর ঈশ্বরদিয়া ইউপি চেয়ারম্যান মোর্শেদুল আলম জাহাঙ্গীর, বয়রা ইউপি চেয়ারম্যান মো. আব্দুল মালেক প্রমুখ।
সভায় সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিবাহ রেজিট্রেশন বিষয়ে যথাযথভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান প্রধানমন্ত্রীর কার্যালয়ের গভর্নেন্স ইনোভেশন ইউনিটের মহাপরিচালক মো. আব্দুল হালিম।
বাংলাদেশ সময়: ১৬৪৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০১৬
আরআই