ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি): ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা দিয়ে যাওয়া মেট্রোরেলের রুট বদলানোর দাবিতে চলমান আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
শনিবার (০৬ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে ‘সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে’ আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করা হয়।
এতে লিখিত বক্তব্য পাঠ করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী উজমা তাজরিয়ান।
সংবাদ সম্মেলনে জানানো হয়, মেট্রো রেলের রুট বদলানোর দাবিতে ১১ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দুপুর ১২টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে প্রতিবাদী র্কাটুন প্রর্দশনী হবে। তবে চলমান গণসাক্ষর সংগ্রহ র্কমসূচিও অব্যাহত থাকবে।
সম্প্রতি উত্তরা থেকে মতিঝিল শাপলা চত্বর পর্যন্ত মেট্রোরেল করবে সরকার। যার একটি স্টেশন ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকাতেও রাখা হয়েছে। কিন্তু রেলের রুট পরিবর্তনের দাবিতে আন্দোলন করছেন ঢাবি-শিক্ষক-শিক্ষার্থীরা।
বাংলাদেশ সময়: ১৬৫৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০১৬
এসএ/এমএ