ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

নবাবগঞ্জ কলেজে হলো শহীদ মিনার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০১৬
নবাবগঞ্জ কলেজে হলো শহীদ মিনার

চাঁপাইনবাবগঞ্জ: দীর্ঘদিনের ‍প্রতীক্ষা শেষে চাঁপাইনবাবগঞ্জের নবাবগঞ্জ সরকারি কলেজে নির্মিত হলো শহীদ মিনার।

শনিবার (০৬ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে কেন্দ্রীয় শহীদ মিনারের আদলে নবনির্মিত এ শহীদ মিনারের উদ্বোধন করেন সদর আসনের সংসদ সদস্য আব্দুল ওদুদ।



নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর সুলতানা রাজিয়ার প্রচেষ্টায় ও স্থানীয়দের অর্থায়নে এ শহীদ মিনার নির্মাণ করা হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নবাগত জেলা প্রশাসক মো. জাহিদুল ইসলাম, পৌরসভা মেয়র মাওলানা আব্দুল মতিন, কলেজের উপাধ্যক্ষ মো. ইব্রাহীম, দাউদ হোসেন, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা এলজিইডি প্রকৌশলী ও শহীদ মিনারের নকশাকার আ ন ম ওয়াহেদুজ্জামান।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সিরাজুল ইসলামসহ বিশিষ্টজনেরা।

জেলাবাসীর দেওয়া প্রায় সাড়ে ১৩ লাখ টাকা ব্যয়ে নির্মিত শহীদ মিনারের উদ্বোধনকালে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা ছাড়াও কলেজের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭২৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।