ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

কুড়িগ্রামে শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০১৬
কুড়িগ্রামে শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কুড়িগ্রাম: কুড়িগ্রামের ৩ শতাধিক দরিদ্র ও শীতার্তদের মধ্যে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার দেওয়া কম্বল বিতরণ করা হয়েছে।

শনিবার (০৬ ফেব্রুয়ারি) দুপুরে কুড়িগ্রাম সদর উপজেলার পাঁচগাছি ইউনিয়ন পরিষদ চত্বরে এসব কম্বল বিতরণ করেন হাইকোর্ট বিভাগের বিচারপতি এম ইনায়েতুর রহিম ও আবু তাহের মো. সাইফুর রহমান।


 
এ সময় উপস্থিত ছিলেন, কুড়িগ্রাম জেলা ও দায়রা জজ এইচএম ইলিয়াস হোসাইন, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের জজ আমজাদ হোসেন, অতিরিক্ত জেলা ও দায়রা জজ নুর ইসলাম, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অম্লান কুসুম বিষ্ণু, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম, কুড়িগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. আব্রাহাম লিংকন, সাধারণ সম্পাদক অ্যাড. মুহা. ফকরুল ইসলাম, সহকারী পুলিশ সুপার মাসুদ আলম, পাঁচগাছি ইউনিয়নের চেয়ারম্যান আমির হোসেন, যাত্রাপুর ইউপি চেয়ারম্যান আব্দুল গফুর, সাংবাদিক আহসান হাবীব নীলুসহ জাজশিপ ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারকরা।

বাংলাদেশ সময়: ১৭৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।