নারায়ণগঞ্জ: সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর বলেছেন, সোনারগাঁয়ের পানাম নগরী ও বড় সর্দার বাড়ি পর্যটকদের জন্য একটি আকর্ষণীয় স্থান। বড় সর্দার বাড়ির মতো দক্ষিণ কোরিয়ার সহায়তায় ভবিষ্যতে পানাম নগরীরও সংস্কার কাজে হাত দেওয়ার প্রত্যাশা করছি।
শনিবার (০৬ ফেব্রুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে অবস্থিত বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন চত্বরের বড় সর্দার বাড়ি পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন।
এ সময় ঢাকায় নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত এএইচএন সিওনগ-ডু, নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত লিওনি মার্গারেটা কুলিনারে, সংস্কৃতি সচিব আকতারী মমতাজ, প্রত্নতত্ত্ব অধিদফতরের মহাপরিচালক আলতাফ হোসেন, বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের পরিচালক রবীন্দ্র গোপ, সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু নাছের ভূঁইয়া প্রমুখ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৭৫৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০১৬
এমএ/