ঢাকা: মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রী মোহাম্মদ ছায়েদুল হক বলেছেন ‘বাংলাদেশ এখন নিজের পায়ের ওপর দাঁড়িয়ে আছে। কোনো বিদেশি রাষ্ট্রের মুখাপেক্ষী নয়।
শনিবার সকাল ১১টায় ঢাকার বারিধারায় অবস্থিত ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস’র (ইউআইটএস)প্রধান ক্যাম্পাসে নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন।
বিশ্ববিদ্যালয়ের উপউপাচার্য অধ্যাপক ড. চৌধুরী এম জাকারিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন, ইউআইটিএস’র প্রতিষ্ঠাতা এবং পিএইচপি পরিবারের চেয়ারম্যান সূফী মোহাম্মদ মিজানুর রহমান, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব সরকার আবুল কালাম আজাদ।
এছাড়া বক্তব্য দেন, সুপ্রীমকোর্টের অ্যাডভোকেট ব্যারিষ্টার ড. মো. আশরাফুজ্জামান, ইউআইটিএস’র বোর্ড অব ট্রাস্টিজ এর সদস্য সচিব অধ্যাপক ড. কে এম সাইফুল ইসলাম খান, ইউআইটিএস’র স্কুল অব বিজনেস’র ডিন অধ্যাপক আ ন ম শরীফ।
প্রধান অতিথির বক্তব্যে মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রী আরও বলেন,‘সরকার দেশকে আধুনিক বিশ্বে বিশেষ সম্মানজনক অবস্থান ও উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য সর্বস্তরের শিক্ষার উপর অত্যন্ত গুরত্বারোপ করেছে। জাতির এই লক্ষ্য অর্জনের পথে দেশের সরকারি ও বেসরকারী বিশ্ববিদ্যালয়গুলো চেষ্টা করে যাচ্ছে। ’
বেসরকারী বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ইউআইটিএস হাজার হাজার শিক্ষার্থীকে জাতির উন্নয়নের সৈনিক হিসেবে তৈরী করার ক্ষেত্রে বিশেষ অবদান রেখেছে বলেও মন্তব্য করেন মন্ত্রী।
বিশেষ অতিথির বক্তব্যে পিএইচপি পরিবারের চেয়ারম্যান সূফী মোহাম্মদ মিজানুর রহমান বলেন, ‘এই বাংলা শুধু সোনার বাংলা নয়, এই বাংলাকে হিরার বাংলায়ও পরিণত করতে হবে। আমরা আমাদের শিক্ষার্থীদের এই সোনার বাংলায় সোনার মানুষ হিসেবে গড়ে তুলতে চাই। এ জন্য ছাত্র ছাত্রীদেরকে সক্ষম ও সৎ চরিত্রবান হতে হবে। ’
শিক্ষার্থীদের উদ্দেশে করে তিনি আরও বলেন, ‘তোমাদের বিনয়ী হতে হবে। বিদ্যার সাথে বিনয়, শিক্ষার সাথে দীক্ষা, কর্মের সাথে নিষ্ঠা, জীবনের সাথে দেশপ্রেম এবং মানবীয় গুণাবলীর সংমিশ্রণ ঘটাতে পারলে সত্যিকারের আদর্শবান মানুষ হওয়া যায়।
তিনি বলেন, ‘উইম্যান পাওয়ারমেন্টে বাংলাদেশ বিশ্বে জাগরণ সৃষ্টি করেছে। যে বিদ্যা মানুষকে মানুষ বানাবে না আমরা সেই শিক্ষা চাইনা। ’
বিশেষ অতিথির বক্তব্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব সরকার আবুল কালাম আজাদ বলেন, ‘আহসিটির অধীনে তথ্য ও প্রযুক্তির ব্যবহারে বাংলাদেশ ২০২০ সালের মধ্যে মধ্যম আয়ের রাষ্ট্র হিসেবে পরিনত হবে। ’
বাংলাদেশ সময়: ১৮৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০১৬
টিএইচ/টিসি