ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

আশুলিয়ায় শিক্ষকদের সঙ্গে পুলিশের মতবিনিময়

সাভার করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০১৬
আশুলিয়ায় শিক্ষকদের সঙ্গে পুলিশের মতবিনিময় ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আশুলিয়া (ঢাকা): আশুলিয়ায় মাদকসহ সমাজের নানা বিরম্বনা ও অসঙ্গতি নিয়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের সঙ্গে ঢাকা জেলা পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (০৬ ফেব্রুয়ারি) বিকেলে বাইপাইলের এলাহী কমিউনিটি সেন্টারে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।



মতবিনিময় সভার আয়োজন করে নাভানা গ্রুপ ও ডেকো গ্রুপ।

সভায় সমাজের নানা অসঙ্গতি ও এলাকার শিক্ষকদের বিভিন্ন সুবিধা-অসুবিধা নিয়ে পুলিশের উন্মুক্ত আলোচনা হয়। সমাজকে মাদকের করাল গ্রাস থেকে বাঁচাতে
পুলিশের পাশাপাশি শিক্ষকদেরকেও এগিয়ে আসার আহ্বান জানানো হয়।

ঢাকা জেলার সিনিয়র সহকারী পুলিশ সুপার রাসেল শেখের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন- সাভার উপজেলা শিক্ষা অফিসার সৈয়দ শাহারিয়ার মেনজিস, ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. আশরাফুল আজীম, সহকারী পুলিশ সুপার (আশুলিয়া সার্কেল) নাজমুল হাসান ফিরোজ প্রমুখ।

বাংলাদেশ সময়: ২০৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০১৬
আরএইচএস/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।