ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

দৃক গ্যালারিতে পাটজাত পণ্যের প্রদর্শনী শেষ হচ্ছে রোববার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০১৬
দৃক গ্যালারিতে পাটজাত পণ্যের প্রদর্শনী শেষ হচ্ছে রোববার ছবি: কাশেম হারুন / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: রাজধানীর ধানমণ্ডির দৃক গ্যালারিতে তিনদিনের 'সুইচ টু জুট' নামে আয়োজিত পাটজাত পণ্যের প্রদর্শনীর দ্বিতীয় দিনে বেশ কিছু নতুন কিছু পণ্য আনা হয়েছে।
 
শনিবার (০৬ ফেব্রুয়ারি) বিকেলে ৩টা থেকে রাত ৮টা পযন্ত দ্বিতীয় দিনের প্রদর্শনী অনুষ্ঠিত হয়।


 
পাটের তৈরি ওয়ালমেট, ডোর পর্দা, গিফট্ মোড়ক, বিভিন্ন ডিজাইনের ব্যাগ ইত্যাদি নতুন পণ্য প্রদর্শনীতে তুলে ধরছেন উদ্যোক্তারা।
 
ইউরোপিয়ান ইউনিয়নের অর্থায়নে কেয়ার বাংলাদেশের সুইচ এশিয়া-জুট ভ্যালু চেইন প্রজেক্টের ব্যবস্থাপনায় এ প্রদর্শনী অনুষ্ঠিত হচ্ছে।
 
কেয়ার বাংলাদেশের কর্মকর্তা (টেকনিক্যাল ম্যানেজার-লার্নিং অ্যান্ড এডভোকেসি) খালেদ গোলাম মোর্তজা জানান, প্রদর্শনীর দ্বিতীয় দিনে বাংলাদেশস্থ স্পেন, চীন, ইতালি, ডেনমার্ক দূতাবাসের রাষ্ট্রদূত, প্রতিনিধি এবং দেশি-বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠানের মালিক ও প্রতিনিধিরা পরিদর্শন করেন।
 
শুক্রবার (০৫ ফেব্রুয়ারি) বিকেলে এই প্রদর্শনীর উদ্বোধন করেন কেয়ার বাংলাদেশের গ্রামীণ অতি-দরিদ্র কর্মসূচির পরিচালক আনোয়ারুল হক।

রোববার (৭ ফেব্রুয়ারি) এ প্রদর্শনী শেষ হচ্ছে।
 
প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত রাখা হয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা।
 
আয়োজকরা আরও জানান, প্রদর্শনীতে বিভিন্ন জেলার প্রত্যন্ত অঞ্চরের ১৭টি ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা প্রতিষ্ঠান অংশ নিয়েছে।
 
প্রদর্শনীর আগে বিভিন্ন সময় কেয়ার বাংলাদেশের পক্ষ থেকে এসব প্রতিষ্ঠানের কর্মীদের দক্ষতা বৃদ্ধি, কাজের গুণগত মান ও নতুন এবং আকর্ষণী ডিজাইন সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।
 
প্রদর্শনীতে অংশ নেওয়া হলি ক্রাফট অ্যান্ড ফ্যাশনের প্রধান নির্বাহী কর্মকর্তা কামাল হোসেন বলেন, পাট দিয়ে বহু পণ্য তৈরি করা যায়, যা পলিথিন ও প্লাস্টিকের বিকল্প হিসেবে ব্যবহার করা হয়ে থাকে। প্লাস্টিকের পণ্য পরিবেশকে ক্রমাগত ধ্বংস করছে। অন্যদিকে পাটের পণ্যে ব্যবহারে পরিবেশ সুরক্ষা থাকে।
 
তিনি বলেন, পরিবেশ সুরক্ষার কথা মাথায় রেখে পলিথিনের পণ্যে ব্যবহার পরিহার করে দেশি কাঁচামাল দিয়ে তৈরি পাটজাত পণ্য ব্যবহার বাড়াতে হবে।
 
বাংলাদেশ সময়: ২১৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০১৬
টিএইচ/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।