ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ছাগলনাইয়ায় বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে আহত ১৫

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০১৬
ছাগলনাইয়ায় বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে আহত ১৫ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ফেনী: ফেনীর ছাগলনাইয়ায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে বিয়ের যাত্রীবাহী গাড়ির ১৫ জন আহত হয়েছেন।

শনিবার (০৬ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার মজুমদার সিএনজি ফিলিং স্টেশনের সামনে টাউন সার্ভিস পরিবহনের একটি বাস ও একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়।



আহতদের ছাগলনাইয়ার তারেক মেমোরিয়াল হাসপাতাল ও ফেনী আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।  

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ছাগলনাইয়া থেকে কনেপক্ষের যাত্রী নিয়ে একটি টাউন সার্ভিস বাস (নং-ঢাকা মেট্টো-জ-১১-১১৯৯) পাঠাননগরের দিকে যাচ্ছিল।

এ সময় মজুমদার সিএনজি ফিলিং স্টেশন থেকে একটি ট্রাক (নং-ঢাকা মেট্টো-ট ১৮-৩১৯৯) বাসটিকে সজোরে ধাক্কা দিলে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সাথে গিয়ে ধাক্কা খায়।

এতে ছাগলনাইয়ার পশ্চিম শিলুয়া গ্রামের দলিলুর রহমান (৬০), রুমানা (৩০), তাসলিমা আক্তার (২৪), মমতাজ আক্তার (২৩) ও বাসের হেলপার এয়াকুবসহ ১৫ জন আহত হন।

ছাগলনাইয়া থানা পুলিশ বাস ও ট্রাকটি আটক করে থানায় নিয়ে যায়। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদ খান চৌধুরী বাংলানিউজকে সড়ক দ‍ুর্ঘটনার এ তথ্য নিশ্চিত করেন।

বাংলাদেশ সময়: ২২৩৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০১৬
এমজেএফ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।